বিক্ষোভের ফলে চোখের সমস্যায় ভুগছে কাশ্মীর

Last Updated:

চোখের সমস্যায় ভুগছেন কাশ্মীরিরা ৷ হঠাৎই রেটিনার সমস্যায় আক্রান্ত হয়েছেন ভূস্বর্গের বহু বাসিন্দা ৷

 #নয়াদিল্লি: চোখের সমস্যায় ভুগছেন কাশ্মীরিরা ৷ হঠাৎই রেটিনার সমস্যায় আক্রান্ত হয়েছেন ভূস্বর্গের বহু বাসিন্দা ৷ এর মূলে রয়েছে কাশ্মীরের অশান্ত পরিবেশ ৷ কারণ- বুরহানের মৃত্যুর প্রতিবাদী, বেশিরভাগ বিক্ষোভকারীরাই আক্রান্ত চোখের সমস্যায় ৷
সন্ত্রাসবাদের ‘পোস্টার বয়’ বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে উত্তপ্ত কাশ্মীর উপত্যাকা ৷ বিচ্ছিন্নতাবাদীদের উস্কানিতে তরুণ জঙ্গির মৃত্যুতে একাধিক মানুষ সামিল হন বিক্ষোভ-প্রতিবাদে ৷ পুলিশ ও নিরাপত্তাবাহিনীদের উদ্দেশ্য করে ছোঁড়া হয় ইট-পাটকেল ৷ সমগ্র কাশ্মীর জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভের আগুন ৷ বিক্ষোভকারীদের দমন করতে পুলিশের তরফ থেকে ছোঁড়া হয় কাঁদানে গ্যাস ৷ সেই কাঁদানে গ্যাসের প্রভাবেই চোখের সমস্যায় ভুগছে বিক্ষোভকারীরা ৷
advertisement
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ছোঁড়া কাঁদানে গ্যাসের পার্শ্ব প্রতিক্রিয়ার শিকার শতাধিক বিক্ষোভকারী কাশ্মীরি ৷ হাই অ্যালার্ট জারি করা কাশ্মীরের হাসপাতালে প্রতিদিন চোখের সমস্যা নিয়ে হাজির হওয়া মানুষের সংখ্যা বেড়েই চলেছে ৷
advertisement
সমস্যার সমাধানে কেন্দ্র দিল্লি থেকে কাশ্মীরে রেটিনা সার্জেন্ট পাঠাচ্ছে ৷ রাজ্যের মানুষদের স্বাস্থ্যের কথা ভেবে কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি কেন্দ্রের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন ৷ মেহবুবা মুফতির আবেদনে সায় দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জে পি নাড্ডা দিল্লি থেকে চিকিৎসকদের বিশেষ প্রতিনিধিদল পাঠানোর ব্যবস্থা করেছেন ৷
advertisement
images
হিজাবুল মুজাহিদ্দিনের কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পাঁচদিন পরেও বিদ্রোহের আগুন ঠান্ডা হয়নি ৷ পাম্পোরে ও কুপওয়াড়া-সহ এখনও বেশ কয়েকটি জায়গায় জারি রয়েছে কার্ফু ৷ অন্যদিকে, কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীরা বনধের মেয়াদ বাড়ল ৷ ১৫ জুলাই পর্যন্ত বনধের ডাক দিয়েছেন বিচ্ছিন্নতাবাদীরা ৷ প্রয়োজনীয় নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার ৷ কিছু জায়গায় কার্ফু তুলে নেওয়া হলেও সাধারণ মানুষের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে ৷
advertisement
জনতা-পুলিশ সংঘর্ষে এখনও পর্যন্ত মারা গিয়েছে ৩৪ জন ৷ আহতের সংখ্যা প্রায় হাজার ৷ মৃতদের মধ্যে একজন পুলিশকর্মীও রয়েছেন বলে খবর ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিক্ষোভের ফলে চোখের সমস্যায় ভুগছে কাশ্মীর
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement