বৃষ্টিতে ক্ষতির জেরে শাক-সবজীর দাম বাড়ার আশঙ্কা

Last Updated:

অসময়ে নিম্নচাপের বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। যার জেরে ফসলের ব্যাপক ক্ষতি। ধান থেকে শাক-সবজী নষ্ট হয়েছে সবকিছুই।

#কলকাতা: অসময়ে নিম্নচাপের বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। যার জেরে ফসলের ব্যাপক ক্ষতি। ধান থেকে শাক-সবজী নষ্ট হয়েছে সবকিছুই। মাথায় হাত পূর্ব বর্ধমান ও হুগলি জেলার চাষিদের। ক্ষতি মুখে পড়ে কৃষি দফতরের সাহায্যের আশায় রয়েছেন তাঁরা।
সোমবার ও মঙ্গলবারের ঝড়-বৃষ্টি স্বস্তির বদলে চিন্তা বাড়িয়েছে চাষিদের। ধান পাকার সময়ে অসময়ের বৃষ্টিতে অথৈ জলে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বহু চাষি। শুধু ধানেই শেষ নয়, লঙ্কা, বেগুন, পটল সবই গিয়েছে জলে তলায়। লাভের আশায় দিনগুনতে থাকা চাষিরা, এখন ক্ষতির হিসেব কষতে শুরু করেছেন। অবস্থা এমন জায়গায় দাঁড়িয়েছে যে, সংসার চালানোই এখন দায় হয়েছে। কেউ কেউ আবার আত্মহত্যার পথ বেছে নিয়েই বাঁচতে চাইছেন।
advertisement
জামালপুরের পাশাপাশি হুগলির বিস্তীর্ণ এলাকায় ক্ষতির মুখে চাষাবাদ। সিঙ্গুর ব্লকের বলরামবাটি, বাড়ুইপাড়া, তারকেশ্বর, ধনিয়াখালিতে নষ্ট হয়েছে বহু ফসল। আমন ধানের জমিতে জল জমে যাওয়ায় চিন্তিত চাষিরা। এছাড়া ফুল কপি, বাঁধা কপি, পটল, পেঁপে, শাকসবজীও নষ্ট হয়ে যাওয়ায় বড়সড় ক্ষতির মুখে চাষিরা।
advertisement
পরিস্থিতি যে বেগতিক তা স্বীকার করছে কৃষি দফতরও। ইতিমধ্যেই ক্ষয়ক্ষতির হিসেব নিতে শুরু করেছেন আধিকারিকরা।
advertisement
এদিকে, বৃষ্টিতে ক্ষতির জেরে শাক-সবজীর দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বাংলা খবর/ খবর/দেশ/
বৃষ্টিতে ক্ষতির জেরে শাক-সবজীর দাম বাড়ার আশঙ্কা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement