টানা বৃষ্টিতে হাবুডুবু! সাত কিলোমিটার যানজটে নাভিশ্বাস গুরুগ্রামে! বাড়িতেই থাকার পরামর্শ প্রশাসনের

Last Updated:

ভারী বর্ষণের জেরে বিপর্যস্ত গুরুগ্রামের জনজীবন। সোমবার বিকেলের পর থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে গুরুগ্রামে। তার ফলে শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোথাও গোঁড়ালি ডোবা জল জমেছে। আর সেই কারণে শহরে যানজটের সৃষ্টি হয়েছে। কিছু জায়গায় সাত-আট কিলোমিটার দীর্ঘ যানজটের ছবিও প্রকাশ্যে এসেছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে রয়েছেন মানুষ। সামনে এগোনো কিংবা গাড়ি ঘুরিয়ে অন্য পথ ধরার কোনও উপায় নেই।

ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত গুরুগ্রাম
ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত গুরুগ্রাম
গুরুগ্রাম: ভারী বর্ষণের জেরে বিপর্যস্ত গুরুগ্রামের জনজীবন। সোমবার বিকেলের পর থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে গুরুগ্রামে। তার ফলে শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোথাও গোঁড়ালি ডোবা জল জমেছে। আর সেই কারণে শহরে যানজটের সৃষ্টি হয়েছে। কিছু জায়গায় সাত-আট কিলোমিটার দীর্ঘ যানজটের ছবিও প্রকাশ্যে এসেছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে রয়েছেন মানুষ। সামনে এগোনো কিংবা গাড়ি ঘুরিয়ে অন্য পথ ধরার কোনও উপায় নেই।
মঙ্গলবারও আবহাওয়া পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই বিষয়টি মাথায় রেখেই সতর্কতামূলক পদক্ষেপ করেছে প্রশাসন। শহরের অফিসগুলিকে বলা হয়েছে, যেন তারা তাদের কর্মীদের মঙ্গলবার বাড়ি থেকে কাজ করতে বলে। স্কুলগুলিকে অনলাইনে ক্লাস নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
গুরুগ্রামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছেন, সোমবার বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শহরে ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। মৌসম ভবনের পূর্বাভাস, মঙ্গলবার গুরুগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। সেই সতর্কতার পরেই স্থানীয় প্রশাসনের তরফে অফিস এবং স্কুলগুলি মঙ্গলবার বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
advertisement
জলমগ্ন গুরুগ্রামের বেশ কয়েকটি ছবি ও ভিডিয়ো (যদিও ছবি বা ভিডিয়োর সত্যতা যাচাই করেনি নিউজ18 বাংলা) সমাজমাধ্যমে ছড়িয়েছে। সেই জল পেরিয়ে গন্তব্যে পৌঁছোতে হিমশিম খেতে হয় স্থানীয়দের। হতাশার নানা ছবি তুলে ধরেন ভুক্তভোগীরা। বিশেষত, অফিসফেরত যাত্রীরা বেশি সমস্যায় পড়েন। বৃষ্টির কারণে রাস্তাঘাটে গাড়িও কম চলছে। বিপাকে পড়েন সাধারণ মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
টানা বৃষ্টিতে হাবুডুবু! সাত কিলোমিটার যানজটে নাভিশ্বাস গুরুগ্রামে! বাড়িতেই থাকার পরামর্শ প্রশাসনের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement