ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ! প্রয়াগরাজে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
ভারতীয় বায়ুসেনার একটি ছোট বিমান প্রয়াগরাজে দুর্ঘটনার কবলে পড়ল। ভারতীয় বিমানবাহিনীর বারমৌলি স্টেশন থেকে রওনা হয়েছিল এই বিমানটি।
প্রয়াগরাজে: ভারতীয় বায়ুসেনার একটি ছোট বিমান প্রয়াগরাজে দুর্ঘটনার কবলে পড়ল। ভারতীয় বিমানবাহিনীর বারমৌলি স্টেশন থেকে রওনা হয়েছিল এই বিমানটি। মূলত, পাখিদের গতিবিধি দেখার জন্যই এই রওনা হয়েছিল এই বিমানটি। প্রয়াগরাজের রামবাগ এলাকায় বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে।
বিমানটি ওড়ার সময় ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার ফলেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, এই বিমানটি চালাচ্ছিলেন গ্রুপ ক্যাপ্টেন প্রবীণ আগারওয়াল। একইসঙ্গে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন সুনীল কুমার পান্ডে। দুর্ঘটনার সময় দুই পাইলটই প্যারাশুটে করে নিরাপদে নেমে আসেন বলে জানা গিয়েছে।
advertisement
একই মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার এই ধরনের দুর্ঘটনা ঘটল বলে জানা যাচ্ছে। এর আগে চলতি মাসের ১০ তারিখে ৯ আসন বিশিষ্ট একটি বিমান কানসোরে ফাঁকা মাঠে ভেঙে পড়ে বিমানটি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 21, 2026 3:15 PM IST







