Droupadi Murmu: সোমবার শহরে আসছেন দ্রৌপদী মুর্মু, সাজ সাজ রব গেরুয়া শিবিরে

Last Updated:

Droupadi Murmu: বিমানবন্দরে দলীয় রাষ্ট্রপতি পদপ্রার্থীকে উষ্ণ অভ্যর্থনা জানাবে বঙ্গ বিজেপি। 

শহরে আসছেন দ্রৌপদী মুর্মু
শহরে আসছেন দ্রৌপদী মুর্মু
বেসরকারি হোটেলে রাত্রিবাস করার পর মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ দ্রৌপদী মুর্মু যাবেন স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়িতে। মঙ্গলবার সেখানে কিছুটা সময় কাটানোর পর  তিনি সোজা বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে সকাল দশটায় মিলিত হবেন গেরুয়া শিবিরের জনপ্রতিনিধিদের সঙ্গে।
advertisement
advertisement
ইতিমধ্যেই দলের তরফে নির্দেশ জারি করা হয়েছে যে, সমস্ত জনপ্রতিনিধিরা যেন সোমবারের  মধ্যে কলকাতায় হাজির হন। দলের নির্দেশ মেনে ইতিমধ্যেই অনেকেই শহরে পৌঁছতে শুরু করেছেন ।  বর্তমানে রাজ্যের বিজেপি বিধায়ক সংখ্যা ৭০। তবে এর মধ্যে দুজন বিজেপি বিধায়ক দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎপর্বে অনুপস্থিত থাকবেন বলে খবর। তাঁরা হলেন, অশোক লাহিড়ী এবং পবন সিং (Droupadi Murmu)।
advertisement
শারীরিক অসুস্থতার কারণে অশোক লাহিড়ীর এদিন উপস্থিত না থাকার সম্ভাবনাই বেশি । আর  সদ্য বিজেপি থেকে তৃণমূলে ঘরওয়াপসি  অর্জুন সিংহের পুত্র পবন সিং বাবার পথ অনুসরণ করে কার্যত তৃণমূলে পা বাড়িয়ে থাকায় তাঁকে আমন্ত্রণই জানানো হয়নি। তাই অর্জুন পুত্র পবন সিং এর অনুপস্থিতি একেবারে নিশ্চিত।
রাজ্যের প্রধান বিরোধী দল বঙ্গ বিজেপির দুই সেনাপতি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর স্বাক্ষর করা চিঠি ইতিমধ্যেই রাজ্য কমিটির তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার আবেদন জানানো হয়েছে। শাসক দল তৃণমূলের আদিবাসী সম্প্রদায়ের থেকে নির্বাচিত বিধায়করা যাতে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করেন, প্রকাশ্যেই সেই আবেদন করেছেন বিজেপি-র পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা। সব মিলিয়ে দলের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর কলকাতা সফরকে কেন্দ্র করে বঙ্গ বিজেপিতে উৎসাহ তুঙ্গে।
বাংলা খবর/ খবর/দেশ/
Droupadi Murmu: সোমবার শহরে আসছেন দ্রৌপদী মুর্মু, সাজ সাজ রব গেরুয়া শিবিরে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement