BJP : বিজেপি'র সব মোর্চার শীর্ষ কর্মকর্তাদের বৈঠক পটনায়! ১৬, ১৭ শাহি ক্লাস দিল্লিতে
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
৩০ এবং ৩১ জুলাই দলের সব কটি মোর্চার সভাপতিদের বৈঠক হতে চলেছে বিহারের পটনায়। সেই বৈঠকেই আগামী লোকসভায নির্বাচনে দলের কৌশল নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর।
এদিকে, 'শাহি-ক্লাসে' দিল্লিতে তলব করা হয়েছে বিজেপি সাংসদদের। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ পর্ব ১৮ জুলাই। সেদিনই শুরু হবে সংসদের বাদল অধিবেশন। তার ঠিক দু'দিন আগেই দিল্লিতে তলব করা হয়েছে সারাদেশের বিজেপি সাংসদদের। রাষ্ট্রপতি নির্বাচনের খুঁটিনাটি নিয়ে দলের সাংসদদের প্রশিক্ষণ দিতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে কীভাবে ভোট দেবেন, বিজেপি সাংসদদের হাতে-কলমে শেখাবেন অমিত শাহ ও জেপি নাড্ডা।
advertisement
advertisement
এই জন্য বিজেপি'র ৩০৩ জন সাংসদকে দিল্লি তলব করা হয়েছে। ১৬ ও ১৭ জুলাই দিল্লিতে দু’দিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে। যেখানে বিজেপি সাংসদদের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান প্রক্রিয়া হাতেকলমে শেখানো হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি-র কেন্দ্রীয় সভাপতি এই প্রশিক্ষণ শিবির পরিচালনার দায়িত্ব রয়েছেন। বিজেপি শীর্ষ নেতৃত্ব চাইছে, দ্রৌপদী মুর্মুর জয় নিশ্চিত করতে দলীয় সাংসদদের একটিও ভোট যাতে নষ্ট না হয়।
advertisement
আরও পড়ুন : রাজ্যে করোনাভাইরাসে মৃত্যু ৪! উত্তর ২৪ পরগনাতেই আক্রান্ত ৭৩৭, বাকি জেলায় কত? দেখুন তালিকা
অতীতে ভোট দানের ক্ষেত্রে ত্রুটি থাকায় বহু ভোট বাতিল হওয়ার নজির রয়েছে। এবার যাতে তেমন কোনও ঘটনা না ঘটে সেই কারণেই দলীয় সাংসদদের রীতিমতো ক্লাস নিতে চাইছেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। শনিবার কলকাতায় বিজেপি বিধায়কদের সঙ্গে সাক্ষাতের কর্মসূচি ছিল দ্রৌপদীর। কিন্তু, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুর কারণে তা বাতিল হয়ে যায়। আগামী ১২ জুলাই কলকাতায় বিজেপি বিধায়কদের সঙ্গে সাক্ষাৎ করতে আসতে পারেন দ্রৌপদী মুর্মু।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 11, 2022 12:12 AM IST