পাঠানকোটে ট্যাক্সি ভাড়া করে চালককে খুন, জারি হাই অ্যালার্ট

Last Updated:

দরজায় কড়া নাড়ছে প্রজাতন্ত্র দিবস। আর তার ঠিক কয়েকদিন আগেই পাঠানকোটে ফের ট্যাক্সি ভাড়া করে চালককে খুনের ঘটনাকে কেন্দ্র করে জারি করা হল হাই অ্যালার্ট । বেঙ্গালুরুতে ফরাসি দূতাবাসে আইএস-এর হুমকি চিঠি। মুম্বই, হায়দরাবাদ, উত্তরাখণ্ডে আইএস জঙ্গি সন্দেহে বেশ কয়েকজন গ্রেফতার। হতে পারে নেহাতই কাকতালীয়।

#নয়াদিল্লি: দরজায় কড়া নাড়ছে প্রজাতন্ত্র দিবস। আর তার ঠিক কয়েকদিন আগেই পাঠানকোটে ফের ট্যাক্সি ভাড়া করে চালককে খুনের ঘটনাকে কেন্দ্র করে জারি করা হল হাই অ্যালার্ট । বেঙ্গালুরুতে ফরাসি দূতাবাসে আইএস-এর হুমকি চিঠি। মুম্বই, হায়দরাবাদ, উত্তরাখণ্ডে আইএস জঙ্গি সন্দেহে বেশ কয়েকজন গ্রেফতার। হতে পারে নেহাতই কাকতালীয়। হতে পারে সংগঠিত নাশকতার পটভূমি। কিন্তু ঝুঁকি না নিয়ে দেশ জুড়ে জারি হল রেড অ্যালার্ট। শপিং মল, রেস্তোরাঁ সহ যে কোনও জমায়েতে হামলা চালাতে পারে। এমনকী প্রজাতন্ত্র দিবসের প্যারেডেও হামলা চালাতে পারে আইএস জঙ্গিরা। প্যারিসের ধাঁচেও হামলার সতর্কবার্তা দেওয়া হয়েছে।
pathankotltst_saahil
পাঠানকোটে হামলার স্মৃতি এখনও টাটকা। তার মধ্যে ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি। ট্যাক্সি ভাড়া করে চালককে খুন করে উধাও যাত্রীরা। সাদা রঙের অলটো গাড়ি ভাড়া করে ৩ জন ৷ গাড়ির নম্বর HP 01 D 2440 ৷ গাড়ির চালক বিজয় কুমারের মৃতদেহ উদ্ধার উধাও গাড়ি ভাড়া নেওয়া ৩ যাত্রী ৷ পাঠানকোট হামলার আগের দিন একইভাবে ট্যাক্সি ভাড়া করে চালককে খুন করে জঙ্গিরা। সেই ঘটনায় গুরুত্ব না দেওয়ার খেসারত দিতে হয়েছে। কিন্তু এবারের ঘটনা যথেষ্ট গুরুত্ব দেখছেন গোয়েন্দারা। সন্দেহভাজন তিন জনের স্কেচ প্রকাশ করে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। তবে শুধু পাঠানকোট নয়, গত কয়েকদিনে দেশ জুড়ে আরও কিছু সন্দেহজনক ঘটনায় জঙ্গি হানার সন্দেহ বেড়েছে। সেগুলির মধ্যে রয়েছে, বেঙ্গালুরুতে ফরাসি দূতাবাসে IS-এর নামে হুমকি চিঠি এবং বৃহস্পতিবার পানাজিতে রাজ্য সচিবালয়ে হুমকি পোস্টকার্ড ৷ একসঙ্গে এতগুলি জঙ্গি সম্ভাবনা আগে খুব কমই ঘটেছে। পাঠানকোটে তা নিয়েই চুলচেরা বিশ্লেষণে এনআইএ গোয়েন্দারা। প্রজাতন্ত্র দিবসে বড়সড় জঙ্গি হামলা চালাতে পারে আইএস জঙ্গিরা। তার জেরে দেশ জুড়ে হাই অ্যালার্ট জারি করল কেন্দ্র।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পাঠানকোটে ট্যাক্সি ভাড়া করে চালককে খুন, জারি হাই অ্যালার্ট
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement