Drama at IGI: লাগেজ বেল্ট-এ লাফালাফি এক ব্যক্তির! বিমানবন্দরে হইহই কাণ্ড

Last Updated:

বিমানবন্দরের কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সেই ব্যক্তি। তারপরই হইহই কাণ্ড বাঁধিয়ে দেন তিনি।

#নয়াদিল্লি: রাজধানীর ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দরে চূড়ান্ত নাটক। মাঝবয়সী এক ব্যক্তি হঠাৎ করেই লাগেজ বেল্টে চড়ে বসলেন। তার পর লাগেজ বেল্টের উপরই হাঁটতে শুরু করে দিলেন। বিমানবন্দরের কর্মীদের কাজে বাধা দিয়েছিলেন তিনি। সুরজ পান্ডে নামের এক প্যাসেঞ্জার এদিন আইজিআই এয়ারপোর্টে ধুন্ধুমার কাণ্ড বাঁধিয়ে দিলেন। ওই প্যাসেঞ্জার মুম্বইগামী বিমান ধরার জন্য বিমান বন্দরে এসেছিলেন। কিন্তু তাঁর করোনার rt-pcr রিপোর্ট ছিল না। ফলে বিমানবন্দরের কর্মীরা তাঁকে বিমানে উঠতে দেননি। এই নিয়ে বিমানবন্দরের কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সেই ব্যক্তি। তারপরই হইহই কাণ্ড বাঁধিয়ে দেন তিনি।
বিমানবন্দরের কর্মীদের অভিযোগ, দুপুর তিনটে নাগাদ ওই প্যাসেঞ্জার প্রচন্ড চেঁচামেচি শুরু করে দেন। তার পর বিমানবন্দরের লাউঞ্জে ছোটাছুটি করেন এবং অকথ্য ভাষায় গালাগালি করতে থাকেন। এর পরই লাগেজ বেল্টে চড়ে বসেন তিনি এবং তার ওপর দৌড়তে শুরু করেন। সেই সময় উপস্থিত সিআইএসএফ জওয়ানরা বারবার তাঁকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু সেই ব্যক্তি কোনও কথা শোনেননি। তিনি বিমানবন্দরের কর্মীদের কাজে বাধা দেন। অন্য প্যাসেঞ্জারদেরও বিরক্ত করতে থাকেন। এর পর নিরাপত্তাকর্মীরা তাঁকে পুলিশের হাতে তুলে দেন। বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ প্রমাণ হিসাবে তুলে ধরা হয়। ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে ওই প্যাসেঞ্জারের মেডিকেল পরীক্ষা হয়েছে। জানা গিয়েছে সুরজ পান্ডে নামের ওই প্যাসেঞ্জার একজন ব্যবসায়ী। ওই ব্যক্তির জামিন মঞ্জুর হয়েছে। তবে তাঁকে নির্দিষ্ট সময়ে আদালতে হাজিরা দিতে হবে বলে জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Drama at IGI: লাগেজ বেল্ট-এ লাফালাফি এক ব্যক্তির! বিমানবন্দরে হইহই কাণ্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement