টেলিকম বিভাগের নয়া নির্দেশে বদলে যেতে পারে আপনার মোবাইল নম্বর

Last Updated:

ফোন নম্বর নিয়ে আসতে চলেছে বড়সড় বদল ৷ টেলিকম বিভাগের নয়া নির্দেশ অনুযায়ী, শীঘ্রই বদলে যেতে পারে সকলের মোবাইল নম্বর ৷

#নয়াদিল্লি: টেলিকম সংস্থার নতুন গাইডলাইন, এবার থেকে ফোন নম্বর হবে তের ডিজিটের। পয়লা জুলাইয়ের পর থেকে নতুন গ্রাহকদের দেওয়া হবে তের ডিজিটের নম্বর। আর এখন যাঁদের দশ ডিজিটের নম্বর, পয়লা অক্টোবর থেকে তাঁদের তের ডিজিটের নম্বর দেওয়ার ব্যবস্থা হবে।
প্রথমে ছিল পাঁচ ডিজিট। সেখান থেকে ছ ডিজিট। গ্রাহক সংখ্যা বাড়তে থাকলো। জটিলতাও বাড়লো। এরপর সাত এবং কিছুদিনের মধ্যেই আট ডিজিট। ততদিনে ফোনের দুনিয়ায় আমূল পরিবর্তন ঘটে গেছে। ফোন তখন আর গৃহস্থের শোভা নয়। মুঠোয় ভরা। ফোন নম্বর হয়ে গেল দশ ডিজিটের। মোবাইল জমানা পার হয়ে এখন স্মার্টফোনের যুগ। প্রযুক্তির উন্নতির সঙ্গে ফাঁকফোকর বেড়েছে বিস্তর। নিরাপত্তার স্বার্থে তাই এবার ফোন নম্বর হবে তেরো ডিজিটের। টেলিকম সংস্থার মতে তেরো ডিজিটের নম্বর হয়ে গেলে গ্রাহক আরও সুরক্ষিত থাকবেন। সংস্থার নতুন গাইডলাইন অনুযায়ী,
advertisement
১ জুলাই, ২০১৮ থেকে যাঁরা নতুন সিম নেবেন, তাঁরা তের ডিজিটের নম্বর পাবেন
advertisement
যাঁদের এখন দশ ডিজিটের নম্বর, ১ অক্টোবর, ২০১৮ থেকে তাঁদের নম্বর তেরো ডিজিট করে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে
৩১ ডিসেম্বর, ২০১৮-র মধ্যে দেশের সব ফোন নম্বর তেরো ডিজিটের হয়ে যাবে
কিন্তু কিছু প্রশ্নের উত্তর এই গাইড লাইন থেকে পাওয়া যাচ্ছে না। এতদিন ব্যাঙ্ক বা বিভিন্ন ক্ষেত্রে নথি হিসেবে যে ফোন নম্বর দেওয়া আছে, তার কী হবে? সে সব ক্ষেত্রে কি আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? আধার লিংক করার ক্ষেত্রেও নতুন করে প্রক্রিয়া শুরু করতে হবে। সেই সব পরিকাঠামো কবে হবে, তা নিয়ে ধন্দ থাকছে। বিভ্রান্তি জটিলতা কী ভাবে কাটবে, টেলিকম সংস্থা তা এখনও জানায়নি।
advertisement
১৩ ডিজিটের ফোন নম্বর হয়ে গেলে ভারতই হবে পৃথিবীর একমাত্র দেশ যাদের ফোন নম্বর তেরো ডিজিটের। ঠিক পিছনেই চিন। চিনে এগারো ডিজিটের ফোন নম্বর ব্যবহার হয়। কিন্তু সুরক্ষা আর নিরাপত্তাই শেষ কথা। তাই আনলাকি থার্টিনে বিশ্বাসী হলেও এবার থেকে আপনাকে তেরো অঙ্কের ফোন নম্বরই ব্যবহার করতে হবে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
টেলিকম বিভাগের নয়া নির্দেশে বদলে যেতে পারে আপনার মোবাইল নম্বর
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement