‘আমাদের দুর্বল ভাবলে ভুল করবে ভারত’, সার্জিক্যাল অ্যাটাকের পর পাক হুঁশিয়ারি

Last Updated:

উরি হামলার পরিবর্তে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক ৷ সন্ত্রাস নিয়ে একাধিকবার প্রমাণ দেওয়া সত্ত্বেও কোনও পদক্ষেপ নেয়নি পাকিস্তান ৷ সীমান্ত পেরিয়ে বারবার জঙ্গি অনুপ্রবেশের প্রতিরোধ নিজের হাতেই তুলে নেয় ভারতীয় সেনা ৷

#ইসলামাবাদ: উরি হামলার পরিবর্তে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক ৷ সন্ত্রাস নিয়ে একাধিকবার প্রমাণ দেওয়া সত্ত্বেও কোনও পদক্ষেপ নেয়নি পাকিস্তান ৷ সীমান্ত পেরিয়ে বারবার জঙ্গি অনুপ্রবেশের প্রতিরোধ নিজের হাতেই তুলে নেয় ভারতীয় সেনা ৷ নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক ভূমিতে ঢুকে বৃহস্পতি রাতভর অভিযান চালায় সেনা ৷
বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠকের মাধ্যমে সেনাবাহিনীর ডিজিএমও এই অভিযানের কথা জানানোর পর ভারতের এই পদক্ষেপের তীব্র নিন্দা করেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ৷ ভারতকে পাক প্রধানমন্ত্রীর পাল্টা হুঁশিয়ারি, ‘আমরা শান্তির পক্ষে কিন্তু তাকে আমাদের দুর্বলতা ভাবা ভুল ৷ দেশের নিরাপত্তা রক্ষায় আমরা তৈরি ৷ আঘাত হানলে প্রত্যাঘাত করা হবে ৷’
advertisement
পাকিস্তানের ডিজিএমও-কে ভারতের তরফে এই সার্জিক্যাল স্ট্রাইকের কথা জানানো হয়েছে ৷ ভারতীয় ডিজিএমও মেজর জেনারেল রণবীর সিং বলেন, ‘ভারতের উদ্দেশ্য ছিল জঙ্গি নিধন করা ৷ জঙ্গি নিধন হয়েছে, অপারেশন আপাতত শেষ ৷ সেকথা পাকিস্তানকে জানানো হয়েছে ৷ জঙ্গিদের DNA দিতেও তৈরি ভারত একথা ওপাকিস্তানকে জানিয়ে দেওয়া হয়েছে ৷’ কিন্তু ভারতের সার্জিক্যাল স্ট্রাইক মানতে নারাজ পাকিস্তান ৷
advertisement
advertisement
পরে অবশ্য বিবৃতি পরিবর্তন করে পাক বায়ুসেনা দাবি করে, ‘আমরা যে কোনও কিছুর জন্য তৈরি ৷’ ভারতকে পাক আইএসপিআর সাবধানবাণী, ‘আমাদের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক হলে আমরাও পাল্টা দিতে তৈরি ৷’
অন্যদিকে, সীমান্ত বরাবর ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের নিন্দায় পাক প্রধানমন্ত্রী ৷ নওয়াজ শরিফের হুঁশিয়ারি, ‘আমরা শান্তির পক্ষে কিন্তু তাকে দুর্বলতা ভাবা ভুল ৷ দেশের নিরাপত্তা রক্ষায় আমরা তৈরি ৷ আঘাত হানলে প্রত্যাঘাত করা হবে ৷’
advertisement
বুধবারই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতে পরমাণু হামলার হুমকি দিয়েছিলেন ৷ বুধবার সন্ধেতেও সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পুঞ্চ সেক্টরে ভারতীয় সেনা ছাউনি ও নিয়ন্ত্রণরেখায় টহলরত জওয়ানদের লক্ষ্য করে পাকিস্তান গুলি চালায়  ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘আমাদের দুর্বল ভাবলে ভুল করবে ভারত’, সার্জিক্যাল অ্যাটাকের পর পাক হুঁশিয়ারি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement