শবরীমালা মন্দির কর্তৃপক্ষের নয়া ফরমান! মহিলা সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ

Last Updated:
#তিরুঅনন্তপুরম: আবারও খুলছে শবরীমালা মন্দিরের দরজা ! গোটা বিষয়টি নিয়ে ফের আলোড়ন পড়ে গিয়েছে গোটা দেশজুড়ে ৷ তাই বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে আগেভাগেই সতর্ক করল শবরীমালা কর্ম সমিতি ৷ মহিলা সাংবাদিকেরা মন্দিরের কাছেপিঠেও ঘেঁসতে পারবেন না ৷ এমনটাই নিদান দিলেন তাঁরা ৷
কারা রয়েছে শবরীমালা কর্ম সমিতিতে ? জাতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, হিন্দুত্ববাদী সংগঠন, বিশ্ব হিন্দু পরিষদ এবং হিন্দু ঐক্যবেদী ৷ সুপ্রিম কোর্টের নির্দেশের পর দ্বিতীয় বারের জন্য খুলছে এই মন্দিরের দরজা ৷ মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, ট্রাভানকোর রাজত্বের সর্বশেষ রাজা ছিলেন চিথিরা থিরুনাল বলরাম ভার্মা ৷ সেই রাজার জন্মদিন উপলক্ষেই রয়েছে বিশেষ পুজো ৷ যার জেরে মঙ্গলবার বিকেলে রয়েছে আয়াপ্পার পুজো ৷ সেউই পুজো উপলক্ষ্যেই খুলছে মন্দিরের দরজা ৷ মঙ্গলবার রাত ১০ টা পর্যন্ত খোলা থাকবে মন্দিরের দরজা ৷
advertisement
advertisement
পাহাড়ঘেরা কেরলের এই বিখ্যাত মন্দিরে ১০-৫০ বছর বয়সী মহিলাদের প্রবেশ নিষিদ্ধ ছিল। ৫৩ বছর ধরে চালু এই প্রথাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয় । সব মামলা একত্রিত করে প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্ব গঠিত হয় সাংবিধানিক বেঞ্চ । পাঁচ সদস্যের বেঞ্চ আট দিন ধরে শুনানির পর ঐতিহাসিক রায় দেয় ৷ সুপ্রিম কোর্ট জানায়, শবরীমালা মন্দিরে প্রবেশের কোনও বাধা নেই ৷ কিন্তু সুপ্রিম কোর্টের এই রায়কে সমর্থন করতে পারেননি আয়াপ্পা ভক্তরা ৷ রাজ্যের একাধিক মানুষেরা গর্জে ওঠেন ৷ দীর্ঘ প্রচলিত নিয়মে তারা ছেদ পড়তে দেয়নি ৷ চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে গোটা রাজ্যজুড়ে ৷ আক্রান্ত হন মহিলা সাংবাদিকেরাও ৷ নিগ্রহেপ শিকার হন তাঁরা ৷ সাংবাদিকদের গাড়ি ভাঙচুর করা হয় ৷
advertisement
সেই একই পরিস্থিতির পুনরাবৃত্তি হতে পারে ৷ সেই কারণে আগেভাগেই সাংবাদিকদের সতর্ক করল শবরীমালা কর্ম সমিতি ৷ সমিতির তরফ থেকে বিধিনিষেধ-সহ চিঠিটা পাঠানো হয়েছে সমস্ত মিডিয়া হাউসে ৷ তাঁদের বক্তব্য একটাই, যেকোনও মুহূর্তে মন্দির চত্বরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে ৷ যার জেরে সমস্যায় পড়তে পারেন তাঁরা ৷ পাশাপাশি মন্দিরের প্রচলিত রীতি অনুযায়ী, ১০-৫০ বছর বয়সী মহিলারা মন্দিরে প্রবেশ করতে পারবেন না ৷ চাকরির খাতিরে হলেও সেই নিয়মের আওতায় পড়বেন মহিলা সাংবাদিকেরাও ৷ তাই শবরীমালা মন্দিরে মহিলা সাংবাদিকদের আসাও একেবারে নৈব নৈব চ !
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
শবরীমালা মন্দির কর্তৃপক্ষের নয়া ফরমান! মহিলা সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement