Indo US Tariff Cuts: ট্রাম্পের কাছে মাথা নোয়াচ্ছে ভারত? আখরোট, গাড়ি...অনেক কিছু থেকেই কমছে ইন্ডিয়ার আমদানি
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, ট্রাম্পের নীতি মেনে ভারত থেকে রফতানি হওয়া অনেক কৃষিজাত দ্রব্যের উপরেই আমেরিকার জন্য আমদানি কর কমিয়েছে ভারত৷
নয়াদিল্লি: দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বভার গ্রহণের পর পরই একের পর এক নতুন নীতি প্রণয়ন করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প৷ অর্থনৈতিক দিক থেকে একাধিক পদক্ষেপ করেছে হোয়াইট হাউজ৷ আপাতত বন্ধ বিভিন্ন দেশের ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ ফেলোশিপ, এমনকি, দেশের অভ্যন্তরীণ বহু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়েরও গ্রান্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট৷ সম্প্রতি নতুন আমদানি ও রফতানি শুল্ক নীতি প্রণয়ন করেছেন তিনি৷ যা ঘিরে বিতর্কের শেষ নেই৷ জানা গিয়েছে, ট্রাম্পের নয়া শুল্ক নীতির কারণে টাটা মোটরস, রয়াল এনফিল্ড নির্মাণকারী সংস্থা আইশার মোটর্সের মতো সংস্থা বিপাকে পড়তে পারে বলে আশঙ্কা৷ আগামী ২ এপ্রিল থেকে এই নীতি কার্যকর হবে বলে জানা গিয়েছে৷
কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, ট্রাম্পের নীতি মেনে ভারত থেকে রফতানি হওয়া অনেক কৃষিজাত দ্রব্যের উপরেই আমেরিকার জন্য আমদানি কর কমিয়েছে ভারত৷ তবে এই সিদ্ধান্ত মোটেই ট্রাম্প নীতির কাছে মাথানত করে গ্রহণ করা হয়নি, বরং, ভবিষ্যতে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বৃহত্তর স্বার্থেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
আরও পড়ুন: সম্পূর্ণ নগ্ন, শরীরে একটা সুতোও নেই! বিমানবন্দরে তাণ্ডব মহিলার…গায়ে গেঁথে দিল পেন্সিল, রক্তে ভাসল সব
নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কেন্দ্রীয় সরকারি কর্মচারী বলেন, ‘‘এর মানে এই নয়, আমরা আমেরিকার চাপের মুখে মাথানত করছি৷ আমরা (ভারত) আখোট, আপেল এবং কাঠবাদামের মতো কিছু কৃষিজাত দ্রব্যের উপরে আমদানি শুল্ক আমরা কিছুটা কমিয়েছি৷ কিন্তু, যেমন গম, ভুট্টার ক্ষেত্রে কোনও ছাড় দেওয়া হয়নি৷’’
advertisement
advertisement
আরও পড়ুন: যত টাকা আসছে, ততগুলো বাড়ি হচ্ছে কি? কিস্তি পাওয়ার পরেও কেনা হয়নি ইট-বালি…পঞ্চায়েতের রিপোর্টে এবার নড়েচড়ে বসল নবান্ন
তবে চিন্তা বেড়েছে ভারতের অটোমোবাইল সেক্টরে৷ ট্রাম্পের নয়া নীতি অনুযায়ী ভারত থেকে আমেরিকায় পাঠানো প্রত্যেক গাড়ির উপরেই ২৫ শতাংশ শুল্ক দিতে হবে৷ সিডান, এসইউভি, ক্রশওভারস, মিনিভ্যান, কার্গো ভ্যান এবং ছোট ট্রাক, এমনকি অটোমোবাইল প্রোডাক্টসের উপরেও বাড়তি শুল্ক নেবে আমেরিকা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
March 27, 2025 1:29 PM IST