Doctor Shot Dead in Hospital : নার্সিংহোমের ভিতরেই গুলি ডাক্তারকে! কেবিন থেকে উদ্ধার রক্তমাখা দেহ...

Last Updated:

Doctor Shot Dead in Hospital : পুলিশ জানিয়েছে, আততায়ীরা নার্সিং হোমে ঢুকে ডাক্তারকে গুলি করে হত্যা করে। তদন্তের স্বার্থে হাসপাতাল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

নার্সিংহোমের ভিতরেই গুলি ডাক্তারকে! কেবিন থেকে উদ্ধার রক্তমাখা দেহ...AI Image
নার্সিংহোমের ভিতরেই গুলি ডাক্তারকে! কেবিন থেকে উদ্ধার রক্তমাখা দেহ...AI Image
পাটনা: বিহারের পাটনা ফের ভয়ঙ্কর ঘটনা৷ হাসপাতালের মধ্যেই গুলি করে মারা হল ডাক্তারকে৷ পরে কেবিন থেকে উদ্ধার করা হল তার রক্ত মাখা শরীর৷
হাসপাতালের ডিরেক্টর ডঃ সুরভি রাজ-কে অজ্ঞাত আততায়ীরা গুলি করে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। আগমকুয়ান থানার ইনচার্জ নীরাজ কুমার পান্ডে জানিয়েছেন, আততায়ীরা নার্সিং হোমে ঢুকে সরাসরি তাকে গুলি করে হত্যা করে। গুলিবিদ্ধ হওয়ার পরপরই তাকে চিকিৎসার জন্য ফুলওয়ারি শরীফ AIIMS হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, নার্সিং হোমের অপারেটরকে ৫-৬ বার গুলি করা হয়েছিল। তবে হত্যার কারণ এখনও পরিষ্কার নয়। এই ঘটনা ঘটেছে আগমকুয়ান থানা এলাকার ধানুকি মোড়ের এশিয়ান হাসপাতালে।
ঘটনার পরপরই পাটনা ইস্টের সিটি এসপি ডঃ কে. রামদাস, ফরেনসিক বিশেষজ্ঞ দল (FSL) ও ডগ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
advertisement
হাসপাতালের এক নার্সিং স্টাফ দীপক কুমার জানিয়েছেন, হাসপাতালে কর্মীদের একটি প্রশিক্ষণ চলছিল এবং সেই কারণে ডিরেক্টরের কেবিনে একটি বৈঠক হওয়ার কথা ছিল। তিনি বলেন, “যখন কর্মীরা দরজা খুলল, তখন দেখি ডাঃ সুরভি রাজ মাটিতে পড়ে আছেন, সারা শরীর রক্তে ভেসে গেছে।”
advertisement
পুলিশ জানিয়েছে, আততায়ীদের শনাক্ত করার জন্য হাসপাতালের সিসিটিভি ও আশপাশের এলাকার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Doctor Shot Dead in Hospital : নার্সিংহোমের ভিতরেই গুলি ডাক্তারকে! কেবিন থেকে উদ্ধার রক্তমাখা দেহ...
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement