Video: করোনায় অতিরিক্ত মানসিক চাপ, ডাক্তারকে সপাটে চড় মারলেন নার্স, পাল্টা ঘুষি ডাক্তারের
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
নার্সকে দেখা যায় চিকিৎসকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে। এরপরেই ধৈর্য্য হারান ওই মহিলা । সপাটে চড় কষিয়ে দেন চিকিৎসকের গালে । পাল্টা চিকিৎসকও ঘুষি মারেন নার্সকে ।
#রামপুর: করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল ভারত । দেশ যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে । ঘরে ঘরে রোগী, হাহাকার, মৃত্যু যন্ত্রণা । তবু একেবারে প্রথম সারিতে দাঁড়িযে মানুষকে দু’হাতে আগলে রাখার চেষ্টা করছেন কোভিড যোদ্ধারা । সবচেয়ে শোচনীয় অবস্থা স্বাস্থ্যব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের । চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা প্রত্যেকেই শ্রান্ত, ক্লান্ত, পরিশ্রান্ত । অবসাদে, যন্ত্রণায়, কাজের চাপে অবসন্ন তাঁদের মন । তবু দাঁতে দাঁত চিপে লড়াইটা চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত । ভেঙে পড়া মানসিক জোরকে আবার নতুন করে দাঁড় করাচ্ছেন । প্রতিটি রোগীকে সুস্থ করে পরিজনদের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে যুদ্ধ করছেন তাঁরা ।
তবু তাঁরাও তো মানুষ । দিনের পর দিন একই কাজ করতে করতে বিষন্নতা, অসহিষ্ণুতা গ্রাস করছে তাঁদেরও । ফলে মেজাজ হারাচ্চেন তাঁরা । এমনই এক ঘটনা সম্প্রতি ভাইরাল হয়েছে । উত্তরপ্রদেশের রামপুর জেলার সদর হাসপাতালে এই ঘটনা ঘটেছে । ওই হাসপাতালে এক করোনা রোগীর মৃত্যুর পর এক নার্স হাসপাতাল কর্তৃপক্ষের কাছে গিয়েছিলেন মৃত্যুর শংসাপত্র নিয়ে আসতে । ডাক্তারকে তিনি অনুরোধ করেন শংসাপত্র লিখে দেওয়ার জন্য । কিন্তু কাজের মধ্যে ব্যস্ত থাকায় ওই চিকিৎসক বিষয়টি এড়িয়ে যান । নার্সকে দেখা যায় চিকিৎসকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে। এরপরেই ধৈর্য্য হারান ওই মহিলা । সপাটে চড় কষিয়ে দেন চিকিৎসকের গালে । পাল্টা চিকিৎসকও ঘুষি মারেন নার্সকে ।
advertisement
#WATCH | A doctor and a nurse entered into a brawl at Rampur District Hospital yesterday. City Magistrate Ramji Mishra says, "I have spoken to both of them. They say they were under stress and overburdened. We will probe this & speak to both of them." (Note: Abusive language) pic.twitter.com/XJyoHv4yOh
— ANI UP (@ANINewsUP) April 27, 2021
advertisement
advertisement
রামপুর পুলিশ জানিয়েছে যে কোনও অভিযোগ পাওয়া যায়নি, জেলা ম্যাজিস্ট্রেট রামজি মিশ্র ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, "আমি তাদের দু'জনের সঙ্গেই কথা বলেছি। তাঁরা বলেছেন যে তাঁরা ওপর দিয়ে খুব কাজের চাপ যাচ্ছে। তবুও, আমরা ঘটনার তদন্ত করব এবং দুজনের সঙ্গেই পুনরায় কথা বলা হবে।"
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 29, 2021 4:55 PM IST