Meerut Doctor: রক্তপাত বন্ধ করতে সেলাইয়ের বদলে ফেভিক্যুইক! শিশুর মাথার আঘাতে ভুল চিকিৎসার ভয়ঙ্কর অভিযোগ, উত্তর প্রদেশের ঘটনায় চাঞ্চল্য

Last Updated:

Meerut Doctor: শিশুর মাথার আঘাতে সেলাইয়ের বদলে ফেভিক‍্যুইক দিয়ে জুড়েছেন চিকিৎসক! এমনই ভয়ঙ্কর অভিযোগ করল শিশুর পরিবার৷

রক্তপাত বন্ধ করতে সেলাইয়ের বদলে ফেভিক্যুইক! শিশুর মাথার আঘাতে ভুল চিকিৎসার ভয়ঙ্কর অভিযোগ, উত্তর প্রদেশের ঘটনায় চাঞ্চল্য
রক্তপাত বন্ধ করতে সেলাইয়ের বদলে ফেভিক্যুইক! শিশুর মাথার আঘাতে ভুল চিকিৎসার ভয়ঙ্কর অভিযোগ, উত্তর প্রদেশের ঘটনায় চাঞ্চল্য
মিরাট: শিশুর মাথার আঘাতে সেলাইয়ের বদলে ফেভিক‍্যুইক দিয়ে জুড়েছেন চিকিৎসক! এমনই ভয়ঙ্কর অভিযোগ করল শিশুর পরিবার৷ অভিযোগ শিশুর মাথার রক্তপাত বন্ধ করতে আঠা দিয়ে জুড়েছেন চিকিৎসক৷ উত্তরপ্রদেশের মিরাটের চাঞ্চল্যকর ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ৷
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মীরাটের জাগৃতি বিহার এলাকার একটি প্রিমিয়াম সোসাইটির বাসিন্দা সরদার জাসপিন্দর সিং৷ তাঁর ছোট সন্তানের সঙ্গেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পরিবার৷ পরিবারের অভিযোগ, বাড়িতে খেলতে খেলতেই টেবিলের কোনায় মাথা ঠুকে যায় শিশুর৷ আঘাত লেগে রক্তপাত হয়৷ আঘাতে আতঙ্কিত হয়ে পরিবারটি শিশুটিকে তৎক্ষণাৎ ভাগ্যশ্রী হাসপাতালে নিয়ে যায়।
advertisement
advertisement
পরিবারের অভিযোগ, এই হাসপাতালে উপস্থিত চিকিৎসক তাদের ৫ টাকার একটি ফেভিকুইক টিউব কিনে আনতে বলেন৷ যা সাধারণ গৃহস্থালীর জিনিসপত্র জুড়তে ব্যবহারকারী একটি শক্তিশালী আঠা৷ পরিবারের দাবি, ওই চিকিৎসক শিশুর ক্ষতে সরাসরি আঠা প্রয়োগ সেটি সিল করে দেন।
advertisement
জাসপিন্দর সিং এবং তার পরিবারে দাবি, ব্যথায়, যন্ত্রণায় কাঁদতে থাকে শিশু৷ কিন্তু চিকিৎসকের নাকি সেদিকে ভ্রুক্ষেপই ছিল না৷ “ডাক্তার বলেছিলেন যে বাচ্চাটি শুধু নার্ভাস ছিল এবং ব্যথা কমে যাবে,” অভিযোগ পরিবারের৷ পরে শিশুর ব্যথা না কমে আরও বাড়লে পরিবার তাকে অন্য হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়৷ সেখানে ডাক্তাররা রিপোর্ট অনুযায়ী আঘাতে আঠা ব্যবহার করা হয়েছে দেখে হতবাক হন। পরে ওই হাসপাতালেই শিশুর ক্ষতের সঠিক চিকিৎসা হয়৷
advertisement
পরিবারের অভিযোগ, ক্ষতে ফেভিক্যুইকের প্রয়োগ আরও বিপজ্জনক হতে পারত৷ যদি ফেভিকুইক শিশুর চোখের কাছে ছড়িয়ে পড়ত বা এতে প্রবেশ করত, ফলে প্রাণ সংশয়ের আশঙ্কাও হতে পারত৷ মীরাটের চিফ মেডিক্যাল অফিসার (CMO) ডাঃ অশোক কাটারিয়া জানিয়েছেন তিনি জেনেছেন এ বিষয়ে৷ শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানান তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Meerut Doctor: রক্তপাত বন্ধ করতে সেলাইয়ের বদলে ফেভিক্যুইক! শিশুর মাথার আঘাতে ভুল চিকিৎসার ভয়ঙ্কর অভিযোগ, উত্তর প্রদেশের ঘটনায় চাঞ্চল্য
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement