M Karunanidhi: লড়াই শেষ! প্রয়াত 'কলাইনর' করুণানিধি

Last Updated:

সোমবার সকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে করুণানিধির৷ চিকিত্‍‌সকরা জানিয়ে দেন, চিকিত্‍‌সায় সাড়া দিচ্ছেন না ডিএমকে সুপ্রিমো৷ মাল্টি-অর্গ্যান ফেলিওর৷

#চেন্নাই: লড়াই শেষ৷ ডাক্তারদের শত চেষ্টাতেও শেষরক্ষা হল না৷ প্রয়াত ডিএমকে সুপ্রিমো ও তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধি৷ তামিলভূমের রাজনীতিতে একটা যুগের অবসান৷ বয়স হয়েছিল ৯৪ বছর৷ গত ২৯ জুলাই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি করা হয় করুণানিধিকে৷
আরও পড়ুন: করুণানিধির অসুস্থতার খবর পেতেই ট্যুইট মমতার
কলাইনর৷ এই নামেই তিনি খ্যাত সমর্থক ও অনুগামীদের মধ্যে৷ কলাইনরের অর্থ 'শিল্পী'৷ আক্ষরিক অর্থেই করুণানিধি তামিলভূমের শিল্পী ছিলেন৷ তামিল ছবির স্ক্রিপ্ট রাইটার হিসেবে জীবন শুরু৷ তামিল সাহিত্যে তাঁর অবদান আজও অবিস্মরণীয়৷ লিখেছেন একাধিক নাটক, উপন্যাস৷ মাত্র ১৪ বছর বয়স থেকে রাজনৈতিক লড়াই শুরু করেন৷ দ্রাবিড় জাতির অন্যতম মুখ হিসেবে উঠে আসেন৷ দ্রাবিড় জাতির অধিকার রক্ষার লড়াই-ই ছিল তাঁর সারা জীবনের সঙ্গী৷ যা ভারতের ইতিহাসে বিখ্যাত  'Dravidian movement'৷ টানা ১০ বার ডিএমকে-র সভাপতি নির্বাচিত হন দ্রাবিড় রাজনীতির এই বর্ষীয়ান নেতা৷ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীও হয়েছেন তিনি৷
advertisement
সোমবার সকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে করুণানিধির৷ চিকিত্‍‌সকরা জানিয়ে দেন, চিকিত্‍‌সায় সাড়া দিচ্ছেন না ডিএমকে সুপ্রিমো৷ মাল্টি-অর্গ্যান ফেলিওর৷ প্রিয় নেতার জন্য কাবেরী হাসপাতালের বাইরে ভিড় সকাল থেকেই ছিল৷ মৃত্যুর খবর পেতেই সেই ভিড়ে ওঠে কান্নার রোল৷ হাতে কলাইনরের ছবি নিয়ে কান্নায় ভেঙে পড়েন সমর্থকরা৷ কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী৷ ডিএমকে-র শীর্ষ নেতৃত্ব রয়েছেন হাসপাতালে৷ রয়েছেন করুণানিধির পরিবার৷
advertisement
advertisement
মাত্র ৩৩ বছর বয়সেই রাজনৈতিক ক্ষমতায় প্রভাবশালী হতে থাকেন করুণানিধি৷ ১৯৫৭ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হন তিনি৷ বাকিটা ইতিহাস৷ অনেক বিতর্কও হয়েছে করুণানিধিকে ঘিরে৷ একটা সময় অভিযোগ ওঠে, শ্রীলঙ্কার লিবারেশন টাইগার্স অফ তামিল এলম বা LTTE-র সঙ্গে যোগ রয়েছে তাঁর৷
তবুও সব কিছুর ঊর্ধ্বে করুণানিধি ছিলেন জননেতা৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দেশের সব নেতা-নেত্রী৷ এআইএডিএমকে সুপ্রিমো জয়ললিতার মৃত্যুর পর যে কান্না ও শোকের আবহ তৈরি হয়েছিল তামিলনাড়ুতে৷ সেই স্মৃতিই ফিরল করুণানিধির মৃত্যুতে৷
advertisement
দক্ষিণী রাজনীতি বড়ই আবেগের৷ সেই কারণেই বোধ হয় একটু আলাদা৷
কান্না ও প্রার্থনায় করুণানিধি-ভক্তদের
বাংলা খবর/ খবর/দেশ/
M Karunanidhi: লড়াই শেষ! প্রয়াত 'কলাইনর' করুণানিধি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement