তামিলনাড়ুতে হিন্দি চাপালে 'যুদ্ধ' শুরু হবে, কেন্দ্রকে হুঁশিয়ারি স্ট্যালিনের

Last Updated:

শনিবার স্ট্যালিন বলেন, 'তামিলদের রক্তে হিন্দি নেই৷ তামিলনাড়ুতে হিন্দি চাপানো মানে, ভিমরুলের চাকে ঢিল মারা৷'

#চেন্নাই: স্কুলে ৩টি ভাষার মধ্যে হিন্দি আবশ্যিক করা নিয়ে কেন্দ্রের নীতির বিরুদ্ধে গর্জে উঠলেন ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিন৷ তাঁর হুঁশিয়ারি, তামিলনাড়ুতে যদি হিন্দি ভাষা চাপায় কেন্দ্র, তা হলে যুদ্ধ শুরু হবে৷ কারণ, তামিলদের রক্তে হিন্দির কোনও স্থান নেই৷ এই ইস্যুটি সংসদেও তোলা হবে জানিয়েছেন ডিএমকে৷
শনিবার স্ট্যালিন বলেন, 'তামিলদের রক্তে হিন্দি নেই৷ তামিলনাড়ুতে হিন্দি চাপানো মানে, ভিমরুলের চাকে ঢিল মারা৷' কেন্দ্রের শিক্ষা নীতি অনুযায়ী, প্রতিটি স্কুলে তিনটি ভাষা আবশ্যিক ভাবে পড়ানো হবে৷ হিন্দি, ইংরেজি ও সংশ্লিষ্ট আঞ্চলিক ভাষা৷ শুক্রবারই নয়া শিক্ষা নীতির খসড়া ঘোষণা করেছে কেন্দ্র৷
এর আগে কেন্দ্রের শিক্ষানীতির তীব্র সমালোচনা করে ডিএমকে-র রাজ্যসভা সদস্য টি শিবা বলেন, 'তামিলনাড়ুতে হিন্দি রুখতে আমরা যে কোনও সিদ্ধান্ত নিতে রাজি৷ তামিলনাড়ুতে হিন্দি ভাষা চাপানো মানে সালফারের গোডাউনে আগুন দেওয়া৷ হিন্দি শেখানোর চেষ্টা করা হলে, ছাত্র ও যুবকরা যে কোনও মূল্যে তা রুখবে৷ ১৯৬৫ সাল থেকে হিন্দি-বিরোধী বিক্ষোভই তার স্পষ্ট উদাহরণ৷ হিন্দি-বিরোধী ওই বিক্ষোভ ডিএমকে-ই করেছিল৷ যা এখনও বেঁচে রয়েছে তামিলনাড়ুতে৷'
advertisement
advertisement
আরও ভিডিও: চলছে কলেজের নবীনবরণ, সঙ্গে হিন্দি গানের সঙ্গে চটুল নাচ-গান
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
তামিলনাড়ুতে হিন্দি চাপালে 'যুদ্ধ' শুরু হবে, কেন্দ্রকে হুঁশিয়ারি স্ট্যালিনের
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement