তামিলনাড়ুতে হিন্দি চাপালে 'যুদ্ধ' শুরু হবে, কেন্দ্রকে হুঁশিয়ারি স্ট্যালিনের
Last Updated:
শনিবার স্ট্যালিন বলেন, 'তামিলদের রক্তে হিন্দি নেই৷ তামিলনাড়ুতে হিন্দি চাপানো মানে, ভিমরুলের চাকে ঢিল মারা৷'
#চেন্নাই: স্কুলে ৩টি ভাষার মধ্যে হিন্দি আবশ্যিক করা নিয়ে কেন্দ্রের নীতির বিরুদ্ধে গর্জে উঠলেন ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিন৷ তাঁর হুঁশিয়ারি, তামিলনাড়ুতে যদি হিন্দি ভাষা চাপায় কেন্দ্র, তা হলে যুদ্ধ শুরু হবে৷ কারণ, তামিলদের রক্তে হিন্দির কোনও স্থান নেই৷ এই ইস্যুটি সংসদেও তোলা হবে জানিয়েছেন ডিএমকে৷
শনিবার স্ট্যালিন বলেন, 'তামিলদের রক্তে হিন্দি নেই৷ তামিলনাড়ুতে হিন্দি চাপানো মানে, ভিমরুলের চাকে ঢিল মারা৷' কেন্দ্রের শিক্ষা নীতি অনুযায়ী, প্রতিটি স্কুলে তিনটি ভাষা আবশ্যিক ভাবে পড়ানো হবে৷ হিন্দি, ইংরেজি ও সংশ্লিষ্ট আঞ্চলিক ভাষা৷ শুক্রবারই নয়া শিক্ষা নীতির খসড়া ঘোষণা করেছে কেন্দ্র৷
এর আগে কেন্দ্রের শিক্ষানীতির তীব্র সমালোচনা করে ডিএমকে-র রাজ্যসভা সদস্য টি শিবা বলেন, 'তামিলনাড়ুতে হিন্দি রুখতে আমরা যে কোনও সিদ্ধান্ত নিতে রাজি৷ তামিলনাড়ুতে হিন্দি ভাষা চাপানো মানে সালফারের গোডাউনে আগুন দেওয়া৷ হিন্দি শেখানোর চেষ্টা করা হলে, ছাত্র ও যুবকরা যে কোনও মূল্যে তা রুখবে৷ ১৯৬৫ সাল থেকে হিন্দি-বিরোধী বিক্ষোভই তার স্পষ্ট উদাহরণ৷ হিন্দি-বিরোধী ওই বিক্ষোভ ডিএমকে-ই করেছিল৷ যা এখনও বেঁচে রয়েছে তামিলনাড়ুতে৷'
advertisement
advertisement
আরও ভিডিও: চলছে কলেজের নবীনবরণ, সঙ্গে হিন্দি গানের সঙ্গে চটুল নাচ-গান
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 01, 2019 8:19 PM IST