মেরিনা বিচেই করুণা-সমাধি, হাইকোর্টের রায়ে উল্লাস সমর্থকদের
Last Updated:
M Karunanidhi Funeral: এমজিআর, জয়ললিতার পাশেই শায়িত থাকবেন দ্রাবিড় আন্দোলনের মুখ কলাইনর৷
#চেন্নাই: ডিএমকে সুপ্রিমোর দেহ কোথায় সমাধিস্থ হবে, তা নিয়ে শুনানি শেষ মাদ্রাজ হাইকোর্টে৷ আদালত জানিয়ে দিল, মেরিনা বিচেই সমাধিস্থ করা হবে এম করুণানিধির দেহ৷ অর্থাত্ এমজিআর, জয়ললিতার পাশেই শায়িত থাকবেন দ্রাবিড় আন্দোলনের মুখ কলাইনর৷
মঙ্গলবার রাত দুটো পর্যন্ত শুনানি চলার পর মুলতুবি করে দেয় আদালত৷ বুধবার সকাল থেকে শুরু হয় ফের শুনানি৷
advertisement
করুণানিধির দেহ মেরিনা বিচে সমাধিস্থ করা যাবে না বলে মঙ্গলবার জানিয়ে দেয় তামিলনাড়ু সরকার৷ সেখান থেকেই যাবতীয় বিতর্কের শুরু৷ হাইকোর্টে শুনানি চলাকালীন তামিল সরকারের তরফে বলা হয়, এমজি রামচন্দ্রণের স্ত্রী জানকী যখন মারা গিয়েছিলেন, সে বার করুণানিধি ছিলেন মুখ্যমন্ত্রী৷ তিনি মেরিনা বিচে সমাধিস্থ করতে দেননি জানকীর দেহ৷ আপাতত চেন্নাইয়ের রাজাজি হলে রাখা রয়েছে কলাইনরের দেহ৷ সেখানে কয়েক হাজার সমর্থক জড়ো হয়েছেন প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে৷ রাজাজি হলে র্যাফ নামানো হয়েছে৷ তিরঙ্গা অর্ধনমিত৷
advertisement
এসেছেন তাবড় রাজনৈতিক নেতার পাশাপাশি প্রচুর ফিল্ম তারকা৷ রয়েছেন মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী, উপমুখ্যমন্ত্রী ও পন্নিরসেলভম-সহ এআইএডিমকে নেতৃত্ব৷ হাইকোর্টে শুনানিতে তামিল সরকার যে অ্যাফিডেভিট জমা দিয়েছে, তাতে যুক্তি হল, প্রাক্তন মুখ্যমন্ত্রী (এম করুণানিধি) ও বর্তমান মুখ্যমন্ত্রী (জয়ললিতা)-র দেহ পাশাপাশি সমাধিস্থ করা প্রোটোকলের বিরুদ্ধে৷
advertisement
Tamil Nadu: DMK supporters celebrate following Madras High Court's verdict to allow the burial of former CM M #Karunanidhi at Chennai's Marina beach. Visuals from Rajaji Hall (pic 1 & 3) and outside Madras High Court (pic 2) pic.twitter.com/nlB8KS5Iaf
— ANI (@ANI) August 8, 2018
advertisement
তামিল সরকার স্পষ্ট জানিয়েছিল, রাষ্ট্রীয় শোক পালন করা হবে, মেরিনা বিচে সমাধির জায়গা দেওয়া হবে না৷ তবে হাইকোর্টের নির্দেশে যাবতী বিতর্কের অবসান হল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 08, 2018 10:57 AM IST