Diwali 2023: পথ শিশুদের সঙ্গেই দীপাবলিতে মেতে উঠবে ওরা, পটনায় আলোর উৎসব অন্য রকম

Last Updated:

বিহারের একটি স্পোর্টস ক্লাবের সদস্যরা দীপাবলি পালন করবেন দরিদ্র পরিবারের শিশুদের সঙ্গে। সংস্থার প্রধান ঋষিকেশ, নিউজ ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘ওদের মুখে হাসি ফোটাতেই আমরা এই দীপাবলির আয়োজন করছি। ওদের হাতে তুলে দেব মিষ্টি, নতুন জামা।’

আলো জ্বলে উঠুক সকলের ঘরে
আলো জ্বলে উঠুক সকলের ঘরে
পটনা : আলোর উৎসব দীপাবলি, সেই আলো জ্বলে উঠুক সকলের ঘরে, সেটাই তো কাম্য। আর সেই লক্ষ্যেই কাজ করে চলেছে পটনার একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
সংগঠন বলতে, ১৬ থেকে ২৫ বছরের কয়েকজন তরুণের প্রচেষ্টা। গত কয়েক বছর ধরেই তাঁরা কাজ করছেন পিছিয়ে পড়া বসতিবাসী শিশুদের নিয়ে। এই বছর ১২ নভেম্বর দীপাবলি পালিত হবে সারা দেশে। অশুভের বিরুদ্ধে শুভের জয়, অন্ধকারের বিরুদ্ধে আলো—এটাই এই উৎসবের মূল। এই দিনে মানুষ নিজের জন্য, পরিবারের জন্য নতুন জামাকাপড় কিনে থাকেন। বন্ধুদের জন্য উপহার দেওয়াও রীতি।
advertisement
advertisement
বিহারের একটি স্পোর্টস ক্লাবের সদস্যরা দীপাবলি পালন করবেন দরিদ্র পরিবারের শিশুদের সঙ্গে। সংস্থার প্রধান ঋষিকেশ, নিউজ ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘ওদের মুখে হাসি ফোটাতেই আমরা এই দীপাবলির আয়োজন করছি। ওদের হাতে তুলে দেব মিষ্টি, নতুন জামা।’
advertisement
সিটি তাইকোন্ডো ক্লাবের কোচ এবং জাতীয় স্তরের রেফারি জেপি মেহতা জানান, গত চার বছর ধরে এই ধরনের আয়োজন করছেন ক্লাবের সদস্যরা। সকলেরই বয়স ১৬ থেকে ২৫ বছরের মধ্যে। পটনা শহরের কাছে আগম কুঁয়া বসতির শিশুদের নিয়েই পালন করা হবে দীপাবলি। জেপি মেহতা বলেন, ‘ওদের মধ্যে অনেক শিশুই আবার অনাথ। অনেকে থাকে রাস্তায়। এই দীপাবলির সময়টায় ওরা আমাদের পথ চেয়ে থাকে। আমরা খুব সামান্যই করতে পারি। তবু ওদের প্রত্যাশা পূরণ করতে পারার মধ্যে একটা আনন্দ আছে।’
advertisement
প্রতি বছর বিহার ইউথ ফাউন্ডেশন প্রায় ৭০-৮০টি শিশুর জন্য মিষ্টি, জামা-কাপড়, আতশবাজির বন্দোবস্ত করে দীপাবলির সময়। জেপি মেহতা বলেন, ‘ছোটি দিওয়ালির দিন এই আয়োজন করা হয়। এবার সেটা ১০ নভেম্বর।
এখানে দীপাবলি পালিত হয় প্রায় ৫ দিন ধরে। উৎসব শুরু হয় ধনতেরসের দিন থেকে। অর্থাৎ, কৃষ্ণ ত্রয়োদশীতে। সেই উৎসব চলতে থাকে ভ্রাতৃ-দ্বিতীয়া পর্যন্ত। দক্ষিণ ভারতে দীপাবলি পালিত হয় ভগবান শ্রীকৃষ্ণের নরকাসুর বধের দিন হিসেবে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Diwali 2023: পথ শিশুদের সঙ্গেই দীপাবলিতে মেতে উঠবে ওরা, পটনায় আলোর উৎসব অন্য রকম
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement