High Blood Sugar Control Tips: ডায়াবেটিসে 'বিষ'..., সুস্বাস্থ্যের 'যম'..., শীতে ভুলেও ছোঁবেন না 'এই' ৫ খাবার! ঝাঁঝরা করে দেবে শরীর
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
5 Worst Foods for Diabetics: শুধু খাবার নয়। আপনার পানীয়তেও যদি মিষ্টি কিছু থাকে তবে তা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। যদিও এই তালিকা নেহাত ছোট নয়। অনেক কিছু খেলেই ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতির কারণ হতে পারে, তবে কিছু জিনিস আছে যা খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যায়।
advertisement
advertisement
advertisement
মিষ্টিজাতীয় পানীয় - ক্লিভল্যান্ড মেডিসিনের রিপোর্ট অনুযায়ী, এমন কোনও পানীয় পান করবেন না যাতে সুইটনার অর্থাৎ কৃত্রিম সুইটনার বা কর্ন সিরাপ ব্যবহার করা হয়েছে। বাজারে পাওয়া বেশিরভাগ পানীয়েই এই জিনিসগুলি মেশানো থাকে। এতে অতিরিক্ত চিনি রয়েছে যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ক্ষতিকর। সফ্ট ড্রিংকস, এনার্জি ড্রিংকস, টনিক, সোডা, কর্ন সিরাপ, রুহ আফজা জাতীয় জিনিস ডায়াবেটিস রোগীদের জন্য খুবই বিপজ্জনক।
advertisement
advertisement
advertisement
প্যাকেটজাত লাঞ্চ বা মাংস- ডায়াবেটিক রোগীদের সব ধরনের প্যাকেটজাত আইটেম এড়িয়ে চলা উচিত কারণ এতে উচ্চমাত্রায় স্যাচুরেটেড ফ্যাট এবং অনেক ধরনের ক্ষতিকর রাসায়নিক থাকে। এর পাশাপাশি এতে রয়েছে প্রচুর পরিমাণে সোডিয়াম। এর পাশাপাশি স্যান্ডউইচ, হট ডগ, সসেজ ইত্যাদি প্রসেসড ফুড কোনও অবস্থাতেই খাওয়া উচিত নয় ডায়াবেটিসে।
advertisement