Diwali 2023: ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! দীপাবলিতে আগুনে পুড়ে ছাই ২ টি ঘর, রইল ভিডিও
- Published by:Sayani Rana
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
এক পরিবার দীপাবলির কেনাকাটা করতে বেরিয়েছিল। কিন্তু অসাবধানতাবশত গিজার চালু ছিল। সেখান থেকেই শর্ট সার্কিট হয়। দুটি ঘর সম্পূর্ণ পুড়ে গিয়েছে।
হায়দরাবাদ: দীপাবলির উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। এর মধ্যেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড হায়দরাবাদের নাল্লাগন্ডলায়। অপর্ণা সরোবর জেনিথের এক আবাসনের দুটি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। তবে হতাহতের কোনও খবর মেলেনি। জানা গিয়েছে, এক পরিবার দীপাবলির কেনাকাটা করতে বেরিয়েছিল। কিন্তু অসাবধানতাবশত গিজার চালু ছিল। সেখান থেকেই শর্ট সার্কিট হয়। দুটি ঘর সম্পূর্ণ পুড়ে গিয়েছে।
অগ্নিকাণ্ডের একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক্স প্ল্যাটফর্মে জনৈক ইউজার ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘আপনি বিলাসবহুল কেতাদুরস্ত আবাসনে থাকতে পারেন। কিন্তু মৌলিক বিষয়গুলি সবাইকে মেনে চলতে হবে। গিজার চালু করেই দীপাবলির কেনাকাটা করতে বেরিয়ে গিয়েছিলেন। ফলস্বরূপ শর্ট সার্কিটে ২টি ঘর পুড়ে ছাই। উৎসবের জন্য সব বাড়িই অতিরিক্ত বিদ্যুৎ টানছে। তাই সামান্য ভুলেই বিপর্যয়। অপর্ণা, নাল্লাগন্ডলা’।
advertisement
advertisement
আপলোড হওয়ার পর থেকে ভিডিওটি দেখেছেন ৬ লাখ ৪৭ হাজার মানুষ। হাজার হাজার এক্স ইউজার কমেন্টও করেছেন। একজন লিখেছেন, ‘নিশ্চিত এটা পুরনো আমলের গিজার ছিল। আধুনিক গিজারগুলিতে স্বয়ংক্রিয় কাট-অফ সিস্টেম রয়েছে’। আরেক ইউজার আবার শর্ট শার্কিটের কারণে আগুন লেগেছে বলে মানতে রাজি নন। তাঁর কথায়, ‘গিজার অন করে কেনাকাটা করতে যাওয়া দুর্ঘটনার আসল কারণ নয়। আর্থিনের ত্রুটি থাকতে পারে। ইএলসিবি বা আরসিসিবি ট্রিপ করা উচিত ছিল। মূল কারণ খুঁজে বের করার জন্য একটা আরসিএ করা উচিত’।
advertisement
#Hyderabad: You could live in a luxurious gated community but you still have to follow the basics. Family switched on the geyser & stepped out for #Diwali shopping. 2 rooms gutted due to short circuit as entire society was drawing extra power for festival bash. Aparna,Nallagandla pic.twitter.com/aMgwfodvgr
— Krishnamurthy (@krishna0302) November 11, 2023
advertisement
তবে শুধু একজন ইউজার নয়। কমেন্টে অনেকেই শর্ট সার্কিট নিয়ে সন্দিহান। কেউ আঙুল তুলেছেন ওয়্যারিং-এর দিকে। আবার কারও মতে, মিটারে কোনও গণ্ডগোল থাকতে পারে। আরেক এক্স ইউজার লিখেছেন, ‘সবাই কেনাকাটা করতে গিয়েছিলেন। কয়েক ঘণ্টার মধ্যে ফিরেও এসেছেন। তাঁরা যে কয়েক দিনের জন্য বেড়াতে গিয়েছিলেন, তা নয়। সস্তা এবং ভুল ওয়্যারিং-এর জন্যও অনেক সময় এমনটা হয়। ঠিকাদারদের ভুল আছে কি না দেখা উচিত। কেন আগুন লাগল, কোথায় গলদ ছিল, সেটা খুঁজে বের করতে হবে’।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 13, 2023 1:05 PM IST