এ কেমন সোনা ? দেখে মনে হচ্ছে বিষ্ঠা !
Last Updated:
সোনার প্রতি মানুষের চিরাচরিত টান ৷ তার মধ্যেও নারীদের মধ্যে যেন একটু বেশিই ৷ তবে নারী-পুরুষ নির্বিশেষে সোনার প্রতি ভালবাসা নেই এমন মানুষ কমই আছেন ৷ আর সেই সোনাকেই নাকি বিষ্ঠার সঙ্গে তুলনা !
#হায়দরাবাদ: সোনার প্রতি মানুষের চিরাচরিত টান ৷ তার মধ্যেও নারীদের মধ্যে যেন একটু বেশিই ৷ তবে নারী-পুরুষ নির্বিশেষে সোনার প্রতি ভালবাসা নেই এমন মানুষ কমই আছেন ৷ আর সেই সোনাকেই নাকি বিষ্ঠার সঙ্গে তুলনা ! যে সোনার গয়না কিনতে ঝাঁপিয়ে পড়েন মানুষ, সোনা ঘরে রাখতে দোকানে ছুটে যান, সেই সোনা দেখেই নাক সিঁটকে যাচ্ছে সকলের ৷ কী কাণ্ড !
বিষয়টা এবার একটু খোলসা করা যাক ৷ গত ২১ জুলাইয়ের ঘটনা ৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, হায়দরাবাদ বিমানবন্দর থেকে সোনার তাল-সহ ধরা পড়েছিলেন এক ব্যাক্তি ৷ গলিত সেই সোনার ওজন ছিল ১ কেজি ৮৫০ গ্রাম ৷ যার অনুমানিক দাম ৩৪ লক্ষ ৫৭ হাজার ৬০৬ টাকা ৷
#Telangana: Directorate of Revenue Intelligence recovered 1.850 kg gold paste from a passenger at Hyderabad International airport, yesterday. Total of 1120.780 grams of gold was extracted from the gold paste valued at Rs Rs 34,57,606. pic.twitter.com/OyoxEFFN87
— ANI (@ANI) July 22, 2018
advertisement
advertisement
২২ জুলাই নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে উদ্ধার হওয়া সেই সোনার তালটির ছবি পোস্ট করে এএনআই ৷ এরপরেই শুরু হয় ট্রোলিং ৷ মুহূর্তে ভাইরাল হয়ে যায় ছবিটি ৷ সকলেই বলতে থাকেন, ওই সোনা দেখে একেবারে বিষ্ঠার মতো মনে হচ্ছে ৷ সোনার মতো মূল্যবান ধাতুর এমন ‘বিষ্ঠা রূপ’ দেখতে সোশ্যাল মিডিয়ায় ছাঁপিয়ে পড়েছেন অনেকেই ৷ ফলে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে ছবিটি ৷
advertisement
Even gold looks like — Sharma Ji ka ladka (@neonace36) July 23, 2018
— Velociraptor Shit (@rabMoney618) July 23, 2018
pic.twitter.com/kRswLl6nRm — Tempest (@ColdCigar) July 22, 2018
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 25, 2018 1:15 PM IST