হোম /খবর /দেশ /
বিক্ষুব্ধ কৃষকদের পাশে পঞ্জাবি পপস্টার দিলজিৎ দোসাঞ্জ, শীতবস্ত্রের জন্য ১ কোটি টাকা দান

বিক্ষুব্ধ কৃষকদের পাশে পঞ্জাবি পপস্টার দিলজিৎ দোসাঞ্জ, শীতবস্ত্রের জন্য ১ কোটি টাকা দান

দিলজিত দোসাঞ্জ (ফাইল ছবি)

দিলজিত দোসাঞ্জ (ফাইল ছবি)

কৃষকদের সমর্থনে শনিবার দিল্লি সীমান্তে তাঁদের পাশে গিয়ে দাঁড়ালেন একালের বিখ্যাত গায়ক-অভিনেতা পঞ্জাবি পপস্টার দিলজিৎ দোসাঞ্জ। শুধু তাই নয়, শীতের দিনে কৃষকদের গরম জামা কেনার জন্য দান করলেন ১ কোটি টাকা।

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: নয়া কৃষি আইন প্রত্যাহারের বিরুদ্ধে সারা দেশ জুড়ে এখন টানটান উত্তেজনা। কৃষকদের সমর্থনে শনিবার দিল্লি সীমান্তে তাঁদের পাশে গিয়ে দাঁড়ালেন একালের বিখ্যাত গায়ক-অভিনেতা পঞ্জাবি পপস্টার দিলজিৎ দোসাঞ্জ। শুধু তাই নয়, শীতের দিনে গরম জামা কেনার জন্য প্রতিবাদী কৃষকদের হাতে তুলে দিলেন ১ কোটি টাকা।

দিল্লি-হরিয়ানা-সিঙ্ঘু সীমান্তে চলা কৃষি আন্দোলনের আজ এগারো দিন। বিল নিয়ে কেন্দ্রের সঙ্গে করা পঞ্চম বৈঠকে এখনও পর্যন্ত সুফল মেলেনি।

প্রতিবাদী কৃষকদের হয়ে দিলজিৎ বলেন, “আমাদের কৃষক ভাইদের দাবি শোনার জন্য সরকারের কাছে আমার বিনীত অনুরোধ। আমি মিডিয়াকেও অনুরোধ করব যে, ভিডিও দেখানো হোক শান্তিপূর্ণ ভাবে এই আন্দোলন জারি রয়েছে। সারা দেশবাসী আমাদের সঙ্গে রয়েছেন। পাশাপাশি, সরকারের সমর্থনও আমাদের প্রয়োজন।"

দিলজিৎ কৃষক নেতাদের উদ্দ্যেশে বলেন, "এই আন্দোলন ভারতে ইতিহাস রচনা করল। যা আগামী প্রজন্মকেও প্রভাবিত করবে। যতক্ষণ সরকার আমাদের দাবি না মেনে নিচ্ছেন, তত ক্ষণ এই আন্দোলন কোনও ভাবেই বন্ধ হবে না।"

কিছু দিন আগে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের কৃষি আন্দোলন নিয়ে একটি ট্যুইটের কটুক্তি করেছিলেন দিলজিৎ। অভিনেত্রীর পালটা জবাবের অস্বস্তির মুখে পড়তে হয়েছিল তাঁকে। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কমেন্টের বন্যা বয়ে যায়। কিন্তু দিলজিৎ-র এই পদক্ষেপের জন্য অনেকেই তাঁকে সাধুবাদ জানিয়েছেন।

Written by: Somosree Das

Published by:Shubhagata Dey
First published:

Tags: Diljit Dosanjh, Farmers Protest