Dilip Ghosh: 'প্রার্থী করে জলে ফেলে দিয়েছেন', যশবন্ত ইস্যুতে মমতাকে নিশানা দিলীপের! ধনখড়ে মুগ্ধ

Last Updated:

Dilip Ghosh: দিল্লিতে দিলীপ ঘোষ বলেন, রাজ্যে গণতন্ত্র ভেঙে পড়েছে, এই অবস্থায় সংবিধানের রক্ষাকর্তা হিসেবে যা করণীয় তাই করেছেন জগদীপ ধনখড়।

মমতাকে নিশানা দিলীপের
মমতাকে নিশানা দিলীপের
#নয়াদিল্লি :  জগদীপ ধনখড়কে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করার পরেই পশ্চিমবঙ্গের রাজ্যপালের প্রশংসা করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাজ্য সরকারকে লাগাতার নানাভাবে বিরক্ত করা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কাজের সমালোচনা করাতেই উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করে জগদীপ ধনখড়কে পুরস্কৃত করা হয়েছে বলে দাবি রাজ্যে শাসক দলের। আজ দিল্লিতে দিলীপ ঘোষ বলেন, রাজ্যে গণতন্ত্র ভেঙে পড়েছে, এই অবস্থায় সংবিধানের রক্ষাকর্তা হিসেবে যা করণীয় তাই করেছেন জগদীপ ধনখড়।
তিনি বলেন, " তৃণমূল ব্যক্তিগত আক্রমণ ছাড়া জগতে আর কিছু করেনি। তিনি আইন এবং সংবিধান বোঝেন। রাজ্যপাল পদে থেকে তিনি যা বলেছেন এবং করেছেন তা যুক্তিযুক্ত ছিল।" দিলীপ ঘোষের অভিযোগ, তৃণমূল আইন এবং সংবিধান মানে না সেই জন্যই সমস্যা তৈরি হয়েছে। দিলীপ ঘোষ আরও বলেন, এবার একজন আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হয়েছে। এর মাধ্যমে আদিবাসী সমাজকে বার্তা দেওয়া হয়েছে। তিনি বলেন, " জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি কিনা তা বিচার বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে লেটার মার্কস নিয়ে পাস করেছেন জগদীপ ধনখড়।"
advertisement
advertisement
রাষ্ট্রপতি নির্বাচনে সরকারের আগে যশবন্ত সিনহার নাম ঘোষণা করেছিল বিরোধী শিবির। যদিও উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে আজ বৈঠকে বসছে বিরোধীরা। তা নিয়ে দিলীপ ঘোষ বলেন, " রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এনডিএ-র আগে প্রার্থী ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেজন্যই তিনি বলেছেন যে আগে বললে প্রার্থী দেওয়া হত না। এবার বিরোধীরা বিচার করুন জগদীপ ধনখড় যোগ্য ব্যক্তি কিনা।" তাঁর কথায়, "আমার মনে হয় রাষ্ট্রপতি নির্বাচনে তড়িঘড়ি প্রার্থী ঘোষণা করে বিপদে পড়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দলের সাংসদ বিধায়করা দ্রৌপদী মুর্মুকে সমর্থন করে সেই ভুলের প্রায়শ্চিত্ত করবেন।"
advertisement
দ্রৌপদী মুর্মু প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন তিনি চান দ্রৌপদী মুর্মু জিতুন। আমার যে রাগ চেনা পরিচিত বন্ধু স্থানীয় সাংসদ বিধায়ক রয়েছেন, তাঁদের বলব এমন কাউকে ভোট দিন, যাতে বলতে পারেন যে আপনার ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।" তিনি আরও বলেন, " যশবন্ত সিনহা প্রার্থী হলেও তাঁর মনোনয়নে যাননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে আসতেও দেননি। প্রার্থী করে তাঁকে জলে ফেলে দিয়েছেন। একবার তো তাকে বাংলায় ডেকে সম্মান দিতেই পারতেন।"
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Dilip Ghosh: 'প্রার্থী করে জলে ফেলে দিয়েছেন', যশবন্ত ইস্যুতে মমতাকে নিশানা দিলীপের! ধনখড়ে মুগ্ধ
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement