Indian Railways: উত্তরবঙ্গেও এবার লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার দিন শেষ! বেড়াতে যাওয়ার পিক টাইমে এবার দারুণ সুবিধা
- Published by:Debalina Datta
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Digital Ticket In North Bengal: Digital Ticket In North Bengal: হাসিমারা হোক বা ধূপগুড়ি, মেশিনে কেটে ফেলুন ট্রেনের টিকিট, কাউন্টার নির্ভরতা কমিয়ে বসানো হল ATVM
কলকাতা: আলিপুরদুয়ার ডিভিশনে নতুন এটিভিএম ইনস্টলেশনের মাধ্যমে ডিজিটাল টিকিটিংয়ে অগ্রগতি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের। ডিজিটাল রূপান্তর এবং যাত্রী সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রতি ভারতীয় রেলের প্রতিশ্রুতির সঙ্গে অনুরূপ, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে আলিপুরদুয়ার ডিভিশনের অধীনে ১৫টি গুরুত্বপূর্ণ স্টেশনে ২১টি অটোম্যাটিক টিকিট ভেন্ডিং মেশিন (এটিভিএম) সফলভাবে চালু করেছে। গত ১৭ নভেম্বর ২০২৫ থেকে সমস্ত এটিভিএম সম্পূর্ণরূপে কার্যকর হয়েছে, যা এই অঞ্চলে অসংরক্ষিত টিকিট পরিষেবার আধুনিকীকরণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এটিভিএম চালু করার লক্ষ্য ডিজিটাল টিকিটিংকে প্রোৎসাহিত করা, আনরিজার্ভড টিকিটিং সিস্টেম (ইউটিএস) কাউন্টারে ভিড় কম করা এবং যাত্রীদের নিরবচ্ছিন্ন, ক্যাশলেস ইন্টারফেসের মাধ্যমে দ্রুত অসংরক্ষিত ভ্রমণ টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট পেতে সাহায্য করা। স্মার্ট কার্ড ব্যবহারের সুবিধার মাধ্যমে, যাত্রীরা এখন দ্রুত টিকিট পরিষেবা উপভোগ করতে পারবেন, বিশেষ করে পিক ট্র্যাভেল সময়গুলিতে, যার ফলে প্রচলিত বুকিং কাউন্টারে অপেক্ষার সময় কমবে।
advertisement
আরও পড়ুন – Blue Line Metro Service: কলকাতা মেট্রোয় বড় ধামাকা, বদলে যাবে খোলনলচে, এসি হয়ে যাবে প্ল্যাটফর্ম
advertisement
নিম্নলিখিত স্টেশনগুলিতে এটিভিএম ইনস্টল করা হয়েছে, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, কোকরাঝাড়, আলিপুরদুয়ার জংশন, নিউ মাল জংশন, হাসিমারা, দিনহাটা, দলগাঁও, ফকিরাগ্রাম জংশন, জলপাইগুড়ি রোড, ধুবড়ী, গোসাইগাঁও হাট, বামনহাট, ধুপগুড়ী এবং ফালাকাটা।
advertisement

আর দাঁড়াতে হবে না লাইনে এভাবে কাটা যাবে টিকিট
এই মেশিনগুলি চালু হওয়ার সঙ্গে-সঙ্গে ম্যানুয়াল টিকিট কেনার পরিবর্তে ইউজার-ফ্রেন্ডলি ডিজিটাল বিকল্প প্রদানের মাধ্যমে যাত্রীদের সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।এই উন্নয়নের মাধ্যমে, আলিপুরদুয়ার ডিভিশন প্রযুক্তিগতভাবে উন্নত, দক্ষ এবং যাত্রী-বান্ধব স্টেশন পরিবেশ তৈরির লক্ষ্যে তার প্রচেষ্টাকে আরও মজবুত করে চলেছে।
advertisement
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে উদ্ভাবনী ডিজিটাল সমাধান প্রবর্তন এবং এই অঞ্চলে লক্ষ লক্ষ যাত্রীর জন্য রেল ভ্রমণের অভিজ্ঞতা আরও উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।তবে অনেকেই বলছেন ধাপে ধাপে টিকিট কাউন্টারের সংখ্যা কমানো হচ্ছে৷ ফলে যাত্রীদের একটা বড় অংশ পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ছেন ATVM বা অনলাইন টিকিট কাটার ব্যাপারে। তবে রেলের তরফে জানানো হয়েছে যে সব স্টেশনে যাত্রীদের পর্যাপ্ত ভীড় হয়, সেখানেই ATVM দেওয়া হচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 01, 2025 10:43 AM IST

