নগদহীন লেনদেন করায় ১ কোটি টাকা জিতলেন গ্রাহক !

Last Updated:

মাত্র ১৫৯০ টাকা লেনদেন করে জিতে নিলেন এক কোটি টাকা ৷ ভাবছেন এটা কী করে সম্ভব ?

#নয়াদিল্লি: মাত্র ১৫৯০ টাকা লেনদেন করে জিতে নিলেন এক কোটি টাকা ৷ ভাবছেন এটা কী করে সম্ভব ? নগদহীন লেনদেনে মানুষকে উৎসাহিত করার জন্য একের পর এক আকর্ষণীয় স্কিমের ঘোষণা করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে ৷ সেই স্কিমগুলির মধ্যে একটিতে জয়ী হন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক গ্রাহক ৷ সঙ্গে জিতে নেন এক কোটি টাকার লাকি ড্র ৷
দুটি লাকি ড্রয়ের ঘোষণা করা হয় - ‘লাকি গ্রাহক যোজনা’ ও ‘ডিজি ধন ব্যাপার যোজনা’ ৷ রবিবার এই দুটি স্কিমের জয়ীদের নাম ঘোষণা করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৷ প্রথমটি সাধারণ গ্রাহকদের জন্য। পরেরটি ব্যবসায়ীদের জন্য। যারা ডিজিটাল লেনদেন করবে তাদের লাকি ড্রয়ের মাধ্যমে পুরস্কৃত করা হবে বলে জানানো হয়েছিল মোদি সরকারের তরফে ৷
advertisement
লাকি গ্রাহক যোজনায় তিনজন জিতেছেন ৷ প্রথমজন পেয়েছেন এক কোটি টাকা পুরস্কার ৷ দ্বিতীয় জন ৫০ লক্ষ টাকা ( ব্যাঙ্ক অফ বরোদার গ্রাহক ) ও তৃতীয় জন ২৫ লক্ষ টাকা (পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ) ৷ তিনজনেই তাদের রুপে কার্ড ব্যবহার করে সমস্ত লেনদেন করেছেন ৷ তিনজনের নাম এখনও জানা যায়নি ৷ কেবল তাদের ট্রান্সেকশন নম্বর জানানো হয়েছে ৷ অন্যদিকে ডিজি ধন ব্যাপার যোজনায় যথাক্রমে ৫০ লক্ষ টাকা, ২৫ লক্ষ টাকা ও ১২ লক্ষ টাকা পুরস্কার পাচ্ছেন তিনজন ব্যবসায়ী।
advertisement
advertisement
১৪ এপ্রিল নাগপুরে তাদের সংবর্ধনা জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্যাশলেস ইকোনমি গড়তে ও ডিজিটাল ইন্ডিয়ার গড়ার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নগদহীন লেনদেন করায় ১ কোটি টাকা জিতলেন গ্রাহক !
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement