#নয়াদিল্লি: আফসোশ যাচ্ছে না প্রতিবেশীদের ৷ অন্যদিকে, রাগ আর ক্ষোভও পুঞ্জীভূত হচ্ছে ৷ এমন ভাল মানুষ, পরোপকারী, নির্বিবাদী মানুষটা শেষে এভাবে মারা গেলেন! এখনও যেন বিশ্বাসই হচ্ছে না তিনি নেই ৷গতকাল দিল্লির মৌজপুর যখন জ্বলছে সে সময় ওই এলাকায় বিক্ষোভ থামাতে গিয়েছিলেন হেড কনস্টেবল রতন লাল। মৌজপুর ও ব্রহ্মপুরীতে দুই শিবিরের গোষ্ঠী সংঘর্ষে তখন অগ্নিগর্ভ পরিস্থিতি ৷ হঠাৎই উড়ে আসে একটা বড় পাথর ৷ সোজা মাথায় এসে লাগে সেটি ৷ সঙ্গে সঙ্গে মাথা ফেটে গলগল করে রক্ত পড়তে শুরু করে ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যান রতন লাল ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CAA NRC protest, Delhi Clash, Delhi Head Constable Death