‘তিন বাচ্চার কী হবে?’ দুঃসংবাদ পাওয়ার পর থেকে বারবার জ্ঞান হারাচ্ছেন কনস্টেবলের স্ত্রী

Last Updated:

মৌজপুর ও ব্রহ্মপুরীতে দুই শিবিরের গোষ্ঠী সংঘর্ষে তখন অগ্নিগর্ভ পরিস্থিতি ৷ হঠাৎই উড়ে আসে একটা বড় পাথর ৷

#নয়াদিল্লি: আফসোশ যাচ্ছে না প্রতিবেশীদের ৷ অন্যদিকে, রাগ আর ক্ষোভও পুঞ্জীভূত হচ্ছে ৷ এমন ভাল মানুষ, পরোপকারী, নির্বিবাদী মানুষটা শেষে এভাবে মারা গেলেন! এখনও যেন বিশ্বাসই হচ্ছে না তিনি নেই ৷
গতকাল দিল্লির মৌজপুর যখন জ্বলছে সে সময় ওই এলাকায় বিক্ষোভ থামাতে গিয়েছিলেন হেড কনস্টেবল রতন লাল। মৌজপুর ও ব্রহ্মপুরীতে দুই শিবিরের গোষ্ঠী সংঘর্ষে তখন অগ্নিগর্ভ পরিস্থিতি ৷ হঠাৎই উড়ে আসে একটা বড় পাথর ৷ সোজা মাথায় এসে লাগে সেটি ৷ সঙ্গে সঙ্গে মাথা ফেটে গলগল করে রক্ত পড়তে শুরু করে ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যান রতন লাল ৷
advertisement
স্বামীর মৃত্যুর পর থেকেই বারবার জ্ঞান হারাচ্ছেন রতনের স্ত্রী পুনম ৷ ছোট ছেলে রামের বয়স ৮ বছর, দুই মেয়ে সিদ্ধি (১৩) ও কনক (১০) ৷ কারুরই মৃত্যু বোঝার বয়স হয়নি ৷ তারা এখনও অপেক্ষা করে বসে আছে বাবার ফিরে আসার ৷ বুরারির অমৃত বিহার কলোনির ছোট্ট বাড়িতে এখন ভিড় উপচে পড়ছে ৷ বুক ফাটা হাহাকার আর কান্নার মধ্যেই পুনমের একটাই প্রশ্ন এবার কী করে চলবে আমাদের?
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
‘তিন বাচ্চার কী হবে?’ দুঃসংবাদ পাওয়ার পর থেকে বারবার জ্ঞান হারাচ্ছেন কনস্টেবলের স্ত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement