দেশের অর্থব্যবস্থা যে বদলাচ্ছে, পরিসংখ্যানেই তা স্পষ্ট: নির্মলা সীতারমন

Last Updated:

শুক্রবার বাজেট ২০২০ পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এবছরের বাজেটের দিকে তাকিয়ে ছিল গোটা দেশের মানুষ ৷

#নয়াদিল্লি: শুক্রবার বাজেট ২০২০ পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এবছরের বাজেটের দিকে তাকিয়ে ছিল গোটা দেশের মানুষ ৷ আর বাজেট ঘোষণা হওয়ার পর থেকেই গোটা দেশে জুড়ে নানা তর্ক-বিতর্ক ৷ অনেকের মতেই দেশের অর্থনীতি তলানিতে ৷ বাড়ছে বেকারত্বের হার ৷ এহেন পরিস্থিতিতে দুঃখ ভোলাতে নির্মলা সীতারমণের দাওয়াই আয়কর ছাঁটাই ৷ দেশে আর্থিক ঝিমুনির আবহে দারুণ সুখবর আয়করে বিপুল ছাড়ের ঘোষণা ৷ ব্যক্তিগত আয়কর দাতাদের বিপুল ছাড় ৷
নেটওয়ার্ক১৮-এর এডিটর ইন চিফ রাহুল জোশীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, ‘এবারের বাজেটে দেশের সব ক্ষেত্রকে ধরা হয়েছে ৷ যাতে বাজেটের মধ্যে দিয়ে সার্বিক উন্নয়ন আনা যায় ৷ আমাদের নজর থাকবে সাধারণ মানুষের বিনিয়োগকে যথাযথভাবে ভাবে ব্যবহার হয়ে বৃদ্ধি হতে পারে ৷’
নেটওয়ার্ক১৮-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অর্থমন্ত্রী আরও জানান, ‘এই বাজেট এমনভাবে তৈরি করা হয়েছে, যার মধ্যে দিয়ে এটাই নিশ্চিত হবে, যাতে ভোগব্যয় ও বিনিয়োগ একই ছন্দে বৃদ্ধি হতে পারে ৷ ’
advertisement
advertisement
শেয়ার মার্কেটের সম্পর্কে বলতে গিয়ে, অর্থমন্ত্রী নিমর্লা সীতারমন জানান, ‘বাজেট পেশের পড় যেভাবে শেয়ার মার্কেটের সূচক নেমেছে, তাতে দুশ্চিন্তার কোনও কারণ নেই ৷ এই সূচক সোমবার থেকেই ইতিবাচক রূপে ওপরে উঠবে ৷ ’ সঙ্গে নির্মলা সীতারমন জানান, ‘আমরা প্রত্যেক আয়কর দাতাকে সম্মান করি ৷ আর তাই তাঁদের আয়, বিনোয়গের কথা মাথায় রেখে এই বাজেট প্রস্তুত করা হয়েছে ৷ ’
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
দেশের অর্থব্যবস্থা যে বদলাচ্ছে, পরিসংখ্যানেই তা স্পষ্ট: নির্মলা সীতারমন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement