দেশের অর্থব্যবস্থা যে বদলাচ্ছে, পরিসংখ্যানেই তা স্পষ্ট: নির্মলা সীতারমন

Last Updated:

শুক্রবার বাজেট ২০২০ পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এবছরের বাজেটের দিকে তাকিয়ে ছিল গোটা দেশের মানুষ ৷

#নয়াদিল্লি: শুক্রবার বাজেট ২০২০ পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এবছরের বাজেটের দিকে তাকিয়ে ছিল গোটা দেশের মানুষ ৷ আর বাজেট ঘোষণা হওয়ার পর থেকেই গোটা দেশে জুড়ে নানা তর্ক-বিতর্ক ৷ অনেকের মতেই দেশের অর্থনীতি তলানিতে ৷ বাড়ছে বেকারত্বের হার ৷ এহেন পরিস্থিতিতে দুঃখ ভোলাতে নির্মলা সীতারমণের দাওয়াই আয়কর ছাঁটাই ৷ দেশে আর্থিক ঝিমুনির আবহে দারুণ সুখবর আয়করে বিপুল ছাড়ের ঘোষণা ৷ ব্যক্তিগত আয়কর দাতাদের বিপুল ছাড় ৷
নেটওয়ার্ক১৮-এর এডিটর ইন চিফ রাহুল জোশীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, ‘এবারের বাজেটে দেশের সব ক্ষেত্রকে ধরা হয়েছে ৷ যাতে বাজেটের মধ্যে দিয়ে সার্বিক উন্নয়ন আনা যায় ৷ আমাদের নজর থাকবে সাধারণ মানুষের বিনিয়োগকে যথাযথভাবে ভাবে ব্যবহার হয়ে বৃদ্ধি হতে পারে ৷’
নেটওয়ার্ক১৮-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অর্থমন্ত্রী আরও জানান, ‘এই বাজেট এমনভাবে তৈরি করা হয়েছে, যার মধ্যে দিয়ে এটাই নিশ্চিত হবে, যাতে ভোগব্যয় ও বিনিয়োগ একই ছন্দে বৃদ্ধি হতে পারে ৷ ’
advertisement
advertisement
শেয়ার মার্কেটের সম্পর্কে বলতে গিয়ে, অর্থমন্ত্রী নিমর্লা সীতারমন জানান, ‘বাজেট পেশের পড় যেভাবে শেয়ার মার্কেটের সূচক নেমেছে, তাতে দুশ্চিন্তার কোনও কারণ নেই ৷ এই সূচক সোমবার থেকেই ইতিবাচক রূপে ওপরে উঠবে ৷ ’ সঙ্গে নির্মলা সীতারমন জানান, ‘আমরা প্রত্যেক আয়কর দাতাকে সম্মান করি ৷ আর তাই তাঁদের আয়, বিনোয়গের কথা মাথায় রেখে এই বাজেট প্রস্তুত করা হয়েছে ৷ ’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দেশের অর্থব্যবস্থা যে বদলাচ্ছে, পরিসংখ্যানেই তা স্পষ্ট: নির্মলা সীতারমন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement