IndiGo Crisis: ইন্ডিগোকে ৫% ফ্লাইট কমানোর নির্দেশ ডিজিসিএ-র, বুধবার বিকেলের মধ্যে দিতে হবে নতুন শিডিউল
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
DGCA cuts IndiGo's flight schedules by 5%: ইন্ডিগোকে ৫ শতাংশ উড়ান কমাতে নির্দেশ দিয়েছে ডিজিসিএ। যার ফলে নিত্য ইন্ডিগোর ১১০টি করে উড়ান কমার সম্ভাবনা।
আবীর ঘোষাল, কলকাতা: গত এক সপ্তাহে অসংখ্য বিমান বাতিল! গত কয়েক দিন ধরে এ নিয়ে কড়া প্রশ্নের মুখে পড়েছে দেশের সবচেয়ে বড় বেসরকারি বিমানসংস্থা ইন্ডিগো। মঙ্গলবার সকালেও বাতিল হয়েছে অন্তত ২০০টি উড়ান। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে তড়িঘড়ি প্রচুর সংখ্যায় পাইলট নিয়োগ করল ভারতে ছ’টি বিমানসংস্থা। সোমবার সংসদে এমনটাই জানিয়েছেন কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী মুরলীধর মহল। এদিকে ডিজিসিএ ইন্ডিগোকে এই পরিস্থিতিতে ৫% ফ্লাইট আপাতত কমানোর নির্দেশ দিয়েছে। আগামিকাল, বুধবার বিকেল ৫টা-র মধ্যে ইন্ডিগোকে নতুন শিডিউল জমা দিতে হবে।

advertisement
মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ২০০-রও বেশি উড়ান বাতিল হয়েছে ইন্ডিগোর। এর মধ্যে বেঙ্গালুরু বিমানবন্দরে ১২১টি, হায়দরাবাদে ৫৮টি, চেন্নাইতে ৪১টি, আহমেদাবাদে ১৬টি এবং তিরুঅনন্তপুরমে ৪টি উড়ান বাতিল হয়েছে।
advertisement
ইন্ডিগোকে ৫ শতাংশ উড়ান কমাতে নির্দেশ দিয়েছে ডিজিসিএ। যার ফলে নিত্য ইন্ডিগোর ১১০টি করে উড়ান কমার সম্ভাবনা। এমনকি ইন্ডিগোর শীতকালীন বিমান পরিষেবা অন্য উড়ান সংস্থাকে দেওয়ার কথাও ভাবছে কেন্দ্র। এই বিষয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কে রামমোহন নাইডু জানিয়েছেন, ‘ইন্ডিগোর বিমান পরিষেবা কমাব আমরা। বর্তমানে ২,২০০টি বিমান উড়ছে তাদের। সেগুলিও কমাব।’
advertisement
সোমবার রাতে দূরদর্শনকে দেওয়া এক সাক্ষাৎকারেই কেন্দ্রীয় অসামরিক বিমানমন্ত্রী রাম মোহন নাইডু বলেছিলেন: ‘‘আমরা ইন্ডিগোর রুট কমিয়ে দেব। তারা বর্তমানে ২,২০০টি ফ্লাইট পরিচালনা করছে। আমরা সেগুলো কমিয়ে দেব।’’
কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক বর্তমানে ইন্ডিগোর বিভিন্ন রুটগুলি কাটছাঁটের কথা ভাবছে। এটি বর্তমানে ২,২০০টি ফ্লাইট পরিচালনা করছে। কাটছাঁট করা রুটগুলি অন্যান্য অপারেটরদের কাছে বরাদ্দ করার পরিকল্পনা করা হয়েছে।
advertisement
ইন্ডিগোর বিমানবহরের সংখ্যা সবচেয়ে বেশি এবং দেশীয় বাজারের ৭০ শতাংশ তাদের দখলে। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ তারিখে পুরো দিন ধরে বিমান সংস্থাটির পরিস্থিতি খতিয়ে দেখার পর রাতে সমস্ত বিভাগ এবং কর্মকর্তাদের সঙ্গে একটি বিস্তারিত পর্যালোচনা সভা করেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 09, 2025 12:25 PM IST

