রাতে পঙ্গপাল না ওড়ায় দুর্ঘটনার সম্ভাবনা কম, তাতেও সব বিমানবন্দরকে সতর্ক করল ডিজিসিএ
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
নির্দেশিকায় জানানো হয়েছে, ৪ থেকে ৮ কোটি পঙ্গপাল একসঙ্গে উড়ে আসে। পঙ্গপাল মাটি থেকে ২ হাজার মিটারের বেশি উপরে ওড়ে না।
#কলকাতা: পঙ্গপালের আতঙ্কে ভুগছে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, দিল্লি-সহ বেশ কয়েকটি রাজ্য। এর মধ্যেই পঙ্গপালের বিপদ নিয়ে বিমানবন্দরের সমস্ত কর্মীকে সাবধান করে দিল ডিজিসিএ। দেশের সমস্ত বিমানবন্দরের জন্য নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে যে, পঙ্গপাল সাধারণত দিনের বেলাতেই ওড়ে বলে তাই খানিক বাঁচোয়া।
রাতে পঙ্গপাল না ওড়ায় দুর্ঘটনার সম্ভাবনা কম। কিন্তু তা সত্ত্বেও প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে ডিজিসিএ।নির্দেশিকায় বলা হয়েছে, "একটি পঙ্গপাল চেহারায় খুব ছোট হওয়ায় বিমানের সে ভাবে কোনও ক্ষতি করতে পারে না। কিন্তু পঙ্গপাল একসঙ্গে অনেক থাকে, যা বিমানের পক্ষে খুবই ক্ষতিকারক।"

advertisement
advertisement
নির্দেশিকায় জানানো হয়েছে, ৪ থেকে ৮ কোটি পঙ্গপাল একসঙ্গে উড়ে আসে। পঙ্গপাল মাটি থেকে ২ হাজার মিটারের বেশি উপরে ওড়ে না। সে কারণে, বিমানবন্দর এবং বিমান ওঠানামার সময়েই পঙ্গপালের মুখোমুখি পড়ার সম্ভাবনা থাকে। গ্রাউন্ড স্টাফ-সহ পাইলট ও অন্যান্য কর্মীদের সতর্ক করা হয়েছে, পঙ্গপালের উপস্থিতি বিন্দুমাত্র জানতে পারলেই তা জানাতে হবে। পাইলটদের সঙ্গে সঙ্গে এটিসি বা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানাতে বলা হয়েছে। বিমানের উইন্ডস্ক্রিনে পঙ্গপাল এলে তা ওয়াইপার দিয়ে সাফ করতে গেলে তা হিতে বিপরীত হতে পারে। সে কারণে তা একেবারে করতে বারণ করা হয়েছে পাইলটদের।
advertisement

নির্দেশিকায় বলা হয়েছে, এটিসি যদি কোনও ভাবে বিমানবন্দরের আশপাশে পঙ্গপালের উপস্থিতি টের পায়, সঙ্গে সঙ্গে তা সমস্ত বিমানবন্দরে আসা এবং যাওয়ার বিমানকে জানিয়ে দেওয়া হয়। কারণ পঙ্গপাল থাকলে, তাতে আশপাশের দৃশ্যমানতা এতটাই কমে যায় যে, তার মধ্যে দিয়ে বিমান চালিয়ে নিয়ে যাওয়া কার্যত অসম্ভব।
advertisement
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের এক কর্তা বলেন, "আপাত ভাবে ততটা ভয়ঙ্কর মনে না হলেও বিমান ওঠা-নামার মুহূর্তে পঙ্গপালের হামলা হলে বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা থাকে। সে জন্যই ঝুঁকি না নিয়ে সবাইকে এ ব্যাপারে সাবধান করে দেওয়া হয়েছে।"
এর মধ্যেই বন্দে ভারত মিশনের চলতি পর্যায়ে আরও কয়েকটি অতিরিক্ত ফ্লাইট চালানোর পরিকল্পনা ঘোষণা করেছে কেন্দ্র। তাতে মূলত দিল্লি এবং মুম্বই থেকে ফ্লাইট রয়েছে। ফ্লাইটগুলি যাবে ৪ থেকে ৬ জুন। দিল্লি থেকে অকল্যান্ড, শিকাগো, স্টকহোম, নিউইয়র্ক, ফ্রাঙ্কফুর্ট, সিওল এবং মুম্বই থেকে লন্ডন এবং নিউ জার্সি যাবে ফ্লাইটগুলি সেখানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর জন্য। এ জন্য আজ, ৩০ মে থেকে বুকিংও চালু হয়ে গিয়েছে।
advertisement
শালিনী দত্ত
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 30, 2020 2:38 PM IST