Mouthwash-Tooth Gel: মাউথওয়াশ, টুথ জেল ব্যবহার করতে পারবেন না! নতুন নিয়মে বাঁধা হল বিমান ক্রু-পাইলটদের
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Mouthwash-Tooth Gel: ক্রু সদস্য কোনও ওষুধ বা ফর্মুলেশন সেবন করতে পারবেন না। মাউথওয়াশ বা টুথ জেল বা অ্যালকোহলযুক্ত উপাদান রয়েছে এমন কোনও পণ্য ব্যবহার করবেন না।
মাউথওয়াশ, টুথ জেল বা অ্যালকোহল আছে এমন কোনও উপাদান ব্যবহার করতে পারবেন না বিমান ক্রু এবং পাইলটরা। বুধবার এই নির্দেশিকা জারি করেছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা। বিমানের সুরক্ষার জন্য বেশ কিছু নিয়ম সংশোধন করা হয়েছে। সেখানেই বলা হয়েছে, ব্রেথ অ্যানালাইজার টেস্টের রিপোর্ট পজিটিভ আসে এমন কোনও জিনিস ব্যবহার করা যাবে না।
ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, সিভিল এভিয়েশন রিকোয়ারমেন্ট (সিএআর) এয়ারক্রাফট অপারেশনের নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে এবং শিল্প ও স্টেকহোল্ডারদের কাছ থেকে পাওয়া প্রতিক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যমান নিয়মগুলিকে সহজ, বাস্তবিক এবং কার্যকরী করার জন্য সংশোধনী আনা হয়েছে।
আরও পড়ুন: মর্মান্তিক র্ঘটনায় মৃত্যু তরুণ পরিচালকের! রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে ফোন-ক্যামেরা চুরি করল পথচারীরা
advertisement
advertisement
সংশোধিত নিয়ম অনুসারে, ক্রু সদস্য কোনও ওষুধ বা ফর্মুলেশন সেবন করতে পারবেন না। মাউথওয়াশ বা টুথ জেল বা অ্যালকোহলযুক্ত উপাদান রয়েছে এমন কোনও পণ্য ব্যবহার করবেন না। এর ফলে ব্রেথ অ্যানালাইজার টেস্টের রিপোর্ট পজিটিভ আসতে পারে। ডিজিসিএ জানিয়েছে, যে সব ক্রু সদস্য এই জাতীয় ওষুধ সেবন করেন তাঁদের ফ্লাইং অ্যাসাইনমেন্ট নেওয়ার আগে কোম্পানির ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে।
advertisement
এর আগে খসড়া সিএআর-এ, ওয়াচডগ ক্রু-দের ‘মাউথওয়াশ, টুথ জেল, পারফিউম বা অ্যালকোহলযুক্ত সামগ্রী রয়েছে এমন পণ্য বা যে কোনও ড্রাগ বা ফর্মুলেশন বা কোনও পদার্থ ব্যবহার করা থেকে বিরত থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল।
তীর্থযাত্রার সঙ্গে যুক্ত অপারেটর এবং নন-শিডিউল অপারেটরদের জন্য ব্রেথ অ্যানালাইজার টেস্টের ক্যামেরা রেকর্ডিং বাধ্যতামূলক করা হয়েছে।
advertisement
বিমানবন্দরে পৌঁছানোর পর যদি কোনও ক্রু সদস্য বা ছাত্র পাইলট মনে করেন যে তিনি অসুস্থতার কারণে নিরাপদে ফ্লাইং ডিউটি পালন করতে পারবেন না তাহলে সে কথা তাঁরা কোম্পানিকে জানাবেন। সেক্ষেত্রে ব্রেথ অ্যানালাইজার টেস্ট করা হবে না। তবে সমস্ত নির্ধারিত অপারেটর, প্রতিটি ফ্লাইট ক্রু সদস্য এবং কেবিন ক্রু সদস্যকে ফ্লাইট ডিউটি শুরুর আগে বিমানবন্দরে ব্রেথ অ্যানালাইজার টেস্ট দিতে হবে। রিপোর্ট পজিটিভ হলে কঠোর শাস্তি পেতে হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 02, 2023 6:00 PM IST