#মুম্বই: মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে সরলেন স্বামী৷ স্ত্রীর মর্মস্পর্শী পোস্ট চোখে জল দেশবাসীর৷ স্বামী দেবেন্দ্র ফড়নবীশের স্ত্রী অম্রুতা ফড়নবীশ ট্যুইটরে লিখলেন কবিতা৷ তিনি লিখেছেন, আমরা আবার ফিরে আসবো৷ নিয়ে আসব একরাশ টাটকা বাতাস৷ এটা হেমন্ত, কালের পরিবর্তনের অপেক্ষা৷ এই ছোট্ট কবিতা তিনি হিন্দিতে লিখেছেন৷ এছাড়া তিনি লিখেছেন যে গত পাঁচ বছরের অভিজ্ঞতা খুবই সুখের ছিল৷ যা ভালবাসা পেয়েছি তাতে আমি আপ্লুত৷ আশা করি আমি আমার কাজ ঠিক করে করতে পেরেছি এবং রাজ্যবাসীকে নিরাশ করিনি৷ আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি৷ আপনাদের বহিনির (মারাঠিতে বৌদিকে বলা হয়) ভূমিকা পালন করতে পেরে খুবই খুশি আমি৷
আরও পড়ুন জল খেতে এসেছিল হরিণ, নিমেষে গোটা ছিঁড়ে খেল মস্ত অজগর! ভিডিও সুপার ভাইরাল
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ফেলেছিলেন স্বামী৷ কিন্তু শেষরক্ষা হল না৷ রাজনীতির সমীকরণে নিজেকে ফিরিয়ে আনতে হল৷ ইস্তফা দিতে হল মুখ্যমন্ত্রীর পদ থেকে৷ সরে দাঁড়াতে হল দেবেন্দ্র ফড়নবীশকে৷ স্বামীর এই দুঃসময় পাশে দাঁড়ালেন স্ত্রী অম্রুতা৷ গত পাঁচ বছর স্বামী ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী৷ সেই সূত্রে তিনি ছিলেন রাজ্যের ফার্স্ট লেডি৷ আশা ছিল আরও পাঁচ বছর সেই মর্যাদা বজায় থাকবে৷ দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথও নিয়ে ফেলেছিলেন স্বামী৷ কিন্তু রাজনীতির চালে ভণ্ড হল সব৷ দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রী হতে পারলেন না দেবেন্দ্রে৷ ফলে স্ত্রী অম্রুতাও পদস্খলন ঘটছে৷ তিনি আর থাকছেন না বহিনি৷
पलट के आऊंगी शाखों पे खुशबुएँ लेकर,
— AMRUTA FADNAVIS (@fadnavis_amruta) November 26, 2019
खिज़ां की ज़द में हूँ मौसम ज़रा बदलने दे! Thanks Mah for memorable 5yrs as your वहिनी !The love showered by you will always make me nostalgic! I tried to perform my role to best of my abilities-with desire only to serve & make a positive diff pic.twitter.com/ePUzQgR9o5
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।