জল খেতে এসেছিল হরিণ, নিমেষে গোটা ছিঁড়ে খেল মস্ত অজগর! ভিডিও সুপার ভাইরাল

Last Updated:

জলের তলায় ঘাপটি মেরে ছিল অজগর, হরিণ দেখে আস্ত গিলে খেল নিমেষে!

#মুম্বই: জলের তলায় ঘাপটি মেরে পড়েছিল বিশাল অজগর৷ দেখে কারও বোঝার উপায় নেই যে এভাবে চুপটি মেরে রয়েছে সে৷ বেশ কয়েকটি হরিণ এসেছিল জল খেতে৷ জলাশয় থেকে চুপচাপ জল খাচ্ছিল তারা৷ হঠাৎ জল থেকে একেবারে বিদ্যুতের গতিতে উঠে এল অজগর৷ সামনে থাকা হরিণটিকে আস্ত গিলে ফেলল সে৷ পুরো ঘটনাটি ঘটল মাত্র কয়েক সেকেন্ড৷ জঙ্গলের এমন ঘটনা ভাইরাল না হয়ে পারে!
এই ঘটনার আকস্মিকতায় মুগ্ধ পশুপ্রমীরা৷ যারা জঙ্গলে ঘুরতে ভালবাসেন, তারা এই ভিডিও দেখে খুবই মজা পয়েছেন৷ বিশেষ করে সাপটি যেভাবে আত্মপ্রকাশ করেছে, সেটাই দেখার মতো৷ ভিডিওটি ট্যুইটারে শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সেন্ট্রাল ছন্দা ডিভিশনে৷
তিনি লিখেছেন যে সাপেরা এভাবে লুকিয়ে শিকার ধরে৷ তারপর ছিঁড়ে খায় শিকারকে৷ এই ঘটনাটি ঘটাতে তাদের সময় লাগে ৫০ মিলিসেকেন্ড৷ আমাদের চোখের পলক ফেলতে সময় লাগে ২০০ মিলিসেকেন্ড! অর্থাৎ বোঝাই যাচ্ছে গোটা ঘটনাটি কত দ্রুত ঘটেছে৷ আর এটাতেই তো এই ভিডিওর সার্থকতা৷
advertisement
advertisement
এমন ভিডিও দেখে আপনার রূঢ় মনে হতে পারে৷ কিন্তু বাস্তুতন্ত্রের এটাই নিয়ম৷ একে ওপরের ওপরই বেঁচে থাকতে হয়৷ প্রকৃতির নিয়মই এমন৷ ঘাস খেয়ে বেঁচে থাকা তৃণভোজীদের খায় মাংসাশীরা৷
বাংলা খবর/ খবর/দেশ/
জল খেতে এসেছিল হরিণ, নিমেষে গোটা ছিঁড়ে খেল মস্ত অজগর! ভিডিও সুপার ভাইরাল
Next Article
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE