Parliament security breach: কম্পিউটার সায়েন্সের ছাত্র সহ ধৃত ৪! জানা গেল সংসদ কাণ্ডে ধৃতদের পরিচয়

Last Updated:
সংসদের ভিতরেই লাফ মারে এক যুবক৷
সংসদের ভিতরেই লাফ মারে এক যুবক৷
নয়াদিল্লি: সংসদ ভবনের ভিতরে ঢুকে ভিজিটর্স গ্যালারি থেকে ঝাঁপ মারার ঘটনায় যুক্ত দুই যুবকের পরিচয় জানা গেল৷ শুধু ওই দু জন নয়, এই ঘটনায় মোট চারজনকে সংসদ ভবন চত্বর থেকে গ্রেফতার করা হয়েছে৷ তার মধ্যে এক ৪২ বছর বয়সি এক মহিলাও রয়েছেন৷
এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, সংসদ ভবনের ভিতরে ঢুকে স্মোক ক্যান ফাটানো দুই অভিযুক্তের নাম সাগর শর্মা এবং ডি মনোরঞ্জন (৩৫)৷ আর এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সংসদ ভবনের বাইরে থেকে গ্রেফতার করা হয় নিলম (৪২) নামে এক মহিলা এবং অমল শিন্ডে (২৫) নামে এক যুবককে৷
advertisement
advertisement
এখনও পর্যন্ত এই চার জনের সম্পর্কে খুব বেশি তথ্য পুলিশ প্রকাশ্যে আনতে চাইছে না৷ তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মনোরঞ্জন কর্ণাটকের মাইসুরুর বাসিন্দা৷ সেখানকার একটি কলেজের কম্পিউটার সায়েন্সের ছাত্র সে৷ এর পাশাপাশি চারজন ধৃতের মধ্যে একজনের বাড়ি হরিয়ানার হিসারে বলেও জানা গিয়েছে৷
দিল্লি পুলিশের অ্যান্টি টেরর সেল এই চারজনকে গ্রেফতার করেংছে৷ ঘটনার পরই দিল্লি পুলিশের কমিশনার সঞ্জয় অরোরা সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা সংসদ ভবনে পৌঁছন৷
advertisement
এ দিন বেলা ১.০২ মিনিটে লোকসভার অধিবেশন চলাকালীন দর্শকদের জন্য নির্দিষ্ট গ্যালারি থেকে অধিবেশন কক্ষের মধ্যে লাফ মারে এক যুবক৷ দ্বিতীয় জন অবশ্য গ্যালারিতেই ছিলেন৷ অধিবেশন কক্ষে লাফ মারার পর সাংসদদের বসার জায়গার সঙ্গে রাখা টেবিলের উপর দিয়ে দৌড়তে শুরু করে ওই যুবক৷ অধিবেশন কক্ষের মধ্যেই স্মোক ক্যান থেকে হলুদ রংয়ের ধোয়া ছড়িয়ে স্লোগান দিতে থাকে তারা৷ এই ঘটনার কয়েক মুহূর্ত আগে সংসদ ভবনের বাইরে একই ভাবে হলুদ রংয়ের ধোঁয়া ছড়িয়ে একনায়কতন্ত্র বিরোধী স্লোগান দিতে দেখা যায় এক মহিলা এবং এক যুবককে৷ তাঁদেরও আটক করে পুলিশ৷
advertisement
এই ঘটনায় ফের একবার সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে৷ প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে মাইসুরুর বিজেপি সাংসদ প্রতাপ সিমহার অফিস থেকে দেওয়া লোকসভায় ঢোকার পাস উদ্ধার করা হয়েছে৷ সংসদ ভবনে জঙ্গি হামলার বর্ষপূর্তিতে এই ঘটনা ঘটলেও এর সঙ্গে কোনও জঙ্গি যোগ নেই বলেই দাবি করেছে পুলিশ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Parliament security breach: কম্পিউটার সায়েন্সের ছাত্র সহ ধৃত ৪! জানা গেল সংসদ কাণ্ডে ধৃতদের পরিচয়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement