Parliament security breach: কম্পিউটার সায়েন্সের ছাত্র সহ ধৃত ৪! জানা গেল সংসদ কাণ্ডে ধৃতদের পরিচয়

Last Updated:
সংসদের ভিতরেই লাফ মারে এক যুবক৷
সংসদের ভিতরেই লাফ মারে এক যুবক৷
নয়াদিল্লি: সংসদ ভবনের ভিতরে ঢুকে ভিজিটর্স গ্যালারি থেকে ঝাঁপ মারার ঘটনায় যুক্ত দুই যুবকের পরিচয় জানা গেল৷ শুধু ওই দু জন নয়, এই ঘটনায় মোট চারজনকে সংসদ ভবন চত্বর থেকে গ্রেফতার করা হয়েছে৷ তার মধ্যে এক ৪২ বছর বয়সি এক মহিলাও রয়েছেন৷
এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, সংসদ ভবনের ভিতরে ঢুকে স্মোক ক্যান ফাটানো দুই অভিযুক্তের নাম সাগর শর্মা এবং ডি মনোরঞ্জন (৩৫)৷ আর এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সংসদ ভবনের বাইরে থেকে গ্রেফতার করা হয় নিলম (৪২) নামে এক মহিলা এবং অমল শিন্ডে (২৫) নামে এক যুবককে৷
advertisement
advertisement
এখনও পর্যন্ত এই চার জনের সম্পর্কে খুব বেশি তথ্য পুলিশ প্রকাশ্যে আনতে চাইছে না৷ তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মনোরঞ্জন কর্ণাটকের মাইসুরুর বাসিন্দা৷ সেখানকার একটি কলেজের কম্পিউটার সায়েন্সের ছাত্র সে৷ এর পাশাপাশি চারজন ধৃতের মধ্যে একজনের বাড়ি হরিয়ানার হিসারে বলেও জানা গিয়েছে৷
দিল্লি পুলিশের অ্যান্টি টেরর সেল এই চারজনকে গ্রেফতার করেংছে৷ ঘটনার পরই দিল্লি পুলিশের কমিশনার সঞ্জয় অরোরা সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা সংসদ ভবনে পৌঁছন৷
advertisement
এ দিন বেলা ১.০২ মিনিটে লোকসভার অধিবেশন চলাকালীন দর্শকদের জন্য নির্দিষ্ট গ্যালারি থেকে অধিবেশন কক্ষের মধ্যে লাফ মারে এক যুবক৷ দ্বিতীয় জন অবশ্য গ্যালারিতেই ছিলেন৷ অধিবেশন কক্ষে লাফ মারার পর সাংসদদের বসার জায়গার সঙ্গে রাখা টেবিলের উপর দিয়ে দৌড়তে শুরু করে ওই যুবক৷ অধিবেশন কক্ষের মধ্যেই স্মোক ক্যান থেকে হলুদ রংয়ের ধোয়া ছড়িয়ে স্লোগান দিতে থাকে তারা৷ এই ঘটনার কয়েক মুহূর্ত আগে সংসদ ভবনের বাইরে একই ভাবে হলুদ রংয়ের ধোঁয়া ছড়িয়ে একনায়কতন্ত্র বিরোধী স্লোগান দিতে দেখা যায় এক মহিলা এবং এক যুবককে৷ তাঁদেরও আটক করে পুলিশ৷
advertisement
এই ঘটনায় ফের একবার সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে৷ প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে মাইসুরুর বিজেপি সাংসদ প্রতাপ সিমহার অফিস থেকে দেওয়া লোকসভায় ঢোকার পাস উদ্ধার করা হয়েছে৷ সংসদ ভবনে জঙ্গি হামলার বর্ষপূর্তিতে এই ঘটনা ঘটলেও এর সঙ্গে কোনও জঙ্গি যোগ নেই বলেই দাবি করেছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Parliament security breach: কম্পিউটার সায়েন্সের ছাত্র সহ ধৃত ৪! জানা গেল সংসদ কাণ্ডে ধৃতদের পরিচয়
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement