Ajit Pawar Last rites: ভয়াবহ বিমান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের, আজ কর্মভূমি বারামতীতেই বেলা ১১টায় শেষকৃত্য
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Ajit Pawar Last rites: মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের শেষকৃত্য আজ বৃহস্পতিবার, সকাল ১১টায় হবে। বারামতীর বিদ্যা প্রতিষ্ঠান গ্রাউন্ডে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর মরদেহ বারামতির কাটেওয়াড়ির বাসভবনে রাখা হবে।
মুম্বইঃ মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের শেষকৃত্য আজ বৃহস্পতিবার, সকাল ১১টায় হবে। বারামতীর বিদ্যা প্রতিষ্ঠান গ্রাউন্ডে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর মরদেহ বারামতির কাটেওয়াড়ির বাসভবনে রাখা হবে। তারপরে, এটিকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে জিডি মাদগুলকার অডিটোরিয়ামে।
সেখান থেকে সকাল ৯টায় শবযাত্রা শুরু হবে, যা শেষ হবে বিদ্যা প্রতিষ্ঠান মাঠে। পওয়ার, মহারাষ্ট্রের দীর্ঘতম উপমুখ্যমন্ত্রী এবং এনসিপির সিনিয়র নেতা, বুধবার বারামতীতে একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মারা যান। ৬৬ বছরের এনসিপি নেতা, দিল্লি-ভিত্তিক ভিএসআর ভেঞ্চারসের একটি ৪৫ চার্টার্ড লিয়ারজেট, বারামতী বিমানবন্দরে দুর্বল দৃশ্যমানতায় অবতরণের চেষ্টা করার সময় আগুনে বিস্ফোরণে নিহত পাঁচজনের মধ্যে ছিলেন।
advertisement
advertisement
বুধবার উপমুখ্যমন্ত্রী ও এনসিপি নেতা অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার কবলে পড়ে। বারামতীতে ঘটে যাওয়া এই বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের সঙ্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিমানটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এই দুর্ঘটনায় সব দেহই মারাত্মকভাবে দগ্ধ হয়েছিল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 29, 2026 9:22 AM IST







