বাতিল টাকা এখনও রয়েছে আপনার কাছে? ফের নোট বদলের সুযোগ দিতে পারে আরবিআই

Last Updated:

যাদের কাছে এখনও রয়েছে বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট ৷ তাঁদের জন্য সুখবর ৷ আরবিআই ফের নতুন করে বাতিল নোট জমা

#নয়াদিল্লি: যাদের কাছে এখনও রয়েছে বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট ৷ তাঁদের জন্য সুখবর ৷ আরবিআই ফের নতুন করে বাতিল নোট জমা দেওয়ার সুযোগ দিতে পারে ৷ বুধবার সরকারি ও সেন্ট্রাল ব্যাঙ্কের এক উচ্চপদস্থ আধিকারিক সূত্রে পাওয়া খবর অনুয়ায়ী, আরবিআই অফিসে নোট বদলের সময়সীমা বাড়ানোর জন্য বহু সংখ্যক অনুরোধ পত্র জমা পড়েছে ৷ তার ওপর ভিত্তি করেই আরবিআই সিদ্ধান্ত নিয়েছে, নোট বদলের সুযোগ আবার দেওয়া হবে ৷
তবে এবার সীমিত টাকাই বদল করা যাবে বলে জানা গিয়েছে। সেই টাকাটা হয়তো দুহাজারের মতো সামান্য পরিমাণই হবে। কারণ এক্ষেত্রে সত্যিকারের মানুষ যাঁরা বেকায়াদায় পড়েছেন, তাঁরাই উপকৃত হবেন। আপাতত এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যদিও গ্রহণ করা হয়নি। এই বদলের সীমাটাও পাওয়া যাবে সামান্য সময়ের জন্যে।
গত বছর ৮ব নভেম্বর কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত গ্রহণের পর ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাঙ্কে গিয়ে বাকিল হয়ে যাওয়া ৫০০ ও ১০০০ টাকার নোট জমা দিতে হবে ৷ এই সময়ের মধ্যে যাঁরা নোট অন্যান্য ব্যাঙ্কে গিয়ে জমা দিতে পারেননি, তাঁরা একমাত্র এখন আরবিআইতে গিয়েই পুরনো নোট জমা করতে পারবেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বাতিল টাকা এখনও রয়েছে আপনার কাছে? ফের নোট বদলের সুযোগ দিতে পারে আরবিআই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement