বাতিল নোট নিয়ে কেন্দ্রের নয়া অর্ডিন্যান্স, পুরনো নোট মিললে এবার জেলবাস!
Last Updated:
বাতিল নোট জমার সময়সীমা শেষ হওয়ার ঠিক দু’দিন আগে নয়া অর্ডিন্যান্স জারি করল কেন্দ্র ৷
#নয়াদিল্লি: বাতিল নোট জমার সময়সীমা শেষ হওয়ার ঠিক দু’দিন আগে নয়া অর্ডিন্যান্স জারি করল কেন্দ্র ৷ ৩১ মার্চের পর বাতিল নোট থাকলে শাস্তি অবধারিত ৷ নয়া অর্ডিন্যান্সে কেন্দ্রের নিদান, ৩১ মার্চের পর বাতিল নোটে লেনদেনে চার বছরের জেল ও বাতিল নোটের পাঁচগুণ জরিমানা হবে ৷ বুধবার এই অর্ডিন্যান্সে সায় দিল মন্ত্রীসভা ৷
কালো টাকা বাজেয়াপ্ত করতে ক্রমশ কড়া হচ্ছে কেন্দ্র ৷ সময়সীমা শেষ হওয়ার দিন এগিয়ে আসতেই আরও কড়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের নিয়ম ৷ বাতিল নোটে লেনদেন রুখতে এদিন অর্ডিন্যান্স আনল কেন্দ্র ৷ বাতিল নোটে লেনদেনের চেষ্টা করলে হবে পাঁচ হাজার টাকা জরিমানা ৷ এমনকী, ১০টির বেশি বাতিল ৫০০ ও ১০০০-এর নোট জমা পড়লে মোট অর্থের পাঁচগুণ জরিমানা হবে ৷
advertisement
অর্ডিন্যান্সে বলা হয়েছে, আগামী বছর ৩১ মার্চের পর কেউ সর্বাধিক ১০টি করে বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট রাখতে পারবেন। সেই সংখ্যা ১০ ছাড়িয়ে গেলে তা অপরাধ বলে গণ্য হবে। তাতে বড়সড় অঙ্কের জরিমানা করা হবে। মোট বাতিল নোটের পাঁচ গুণ অথবা পঞ্চাশ হাজার টাকা, যেটা বেশি হবে তা ধার্য করা হবে। ৪ বছর পর্যন্ত জেলও হতে পারে। ৩০ ডিসেম্বরের পরেও, আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত বাতিল নোট সরাসরি রিজার্ভ ব্যাঙ্কে জমা করার সুযোগ রয়েছে।
advertisement
advertisement
কেন্দ্রের পূর্ব নির্দেশিকা অনুযায়ী, ৩০ ডিসেম্বর অবধি বাতিল নোট নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়া যাবে ৷ কিন্তু তার পর বাতিল নোট পাল্টাতে হলে যেতে হবে রির্জাভ ব্যাঙ্কে ৷ ৩১ মার্চ, ২০১৭ অবধি নোট বদলানো যেতে পারে RBI-তে ৷ কেন ৫০ দিন পরেও রয়েছে বাতিল নোট, সে ব্যাপারে গ্রহণযোগ্য কারণ দর্শাতে পারলে তবেই নোট বদলানো সম্ভব ৷ কিন্তু সেক্ষেত্রেও ১০টির বেশি বাতিল নোট মিললে হবে ৫০ হাজার টাকার জরিমানা অথবা বাজেয়াপ্ত টাকার ৫ গুণ জরিমানা হিসেবে ধার্য করা হবে ৷ কেন্দ্রের নয়া নির্দেশিকা অনুযায়ী, বাতিল নোটের কারণে হতে পারে কারাবাসও ৷ রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে খবর, হিসেব বহির্ভূত যে টাকা বাজারে রয়েছে তা উদ্ধার করতেই এই অর্ডিন্যান্স।
advertisement
Name of the Ordinance is 'The Specified Bank Notes Cessation of Liabilities Ordinance' : Sources
— ANI (@ANI_news) December 28, 2016
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 28, 2016 1:08 PM IST