মোদি বড় ঘোষণা করবে শুনেই সারা ভারত গুগলে সার্চ করল ‘নোটবন্দি’ আর ‘সার্জিক্যাল স্ট্রাইক!
Last Updated:
#নয়াদিল্লি: চরম উৎকণ্ঠার মধ্যে ছিল গোটা দেশ ৷ সৌজন্য আজ সকালের দিকে করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ট্যুইট ৷ যাতে লেখা ছিল, ‘‘সারা দেশের উদ্দেশে আর কিছুক্ষণের মধ্যেই খুব বড় একটা ঘোষণা করতে চলেছি ৷’’
কী ঘোষণা করতে চলেছেন প্রধানমন্ত্রী সেই আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে উঠেছিল গোটা দেশ ৷ আর তার প্রমাণ মিলেছে গুগল সার্চে ৷
দেখা গিয়েছে মোদীর টুইটের পর থেকে যে সময়টা তাঁর ভাষণের জন্য অপেক্ষা করেছিলেন দেশবাসী, সেই সময় ভারতে গুগলে সবচেয়ে বেশি সার্চ 'ডিমনিটাইজেশন' এবং 'সার্জিক্যাল স্ট্রাইক' সংক্রান্ত। এই দুটি বিষয়েই প্রধানমন্ত্রী নতুন কিছু জানাতে পারেন বলে আশঙ্কা করেছিলেন অধিকাংশ ভারতীয়। তাই এই দুটি বিষয়ে নতুন কোনও খবর আছে কিনা, তা জানতে গুগল সার্চ করেন অনেকেই।
advertisement
advertisement
मेरे प्यारे देशवासियों,
आज सवेरे लगभग 11.45 - 12.00 बजे मैं एक महत्वपूर्ण संदेश लेकर आप के बीच आऊँगा। I would be addressing the nation at around 11:45 AM - 12.00 noon with an important message. Do watch the address on television, radio or social media. — Chowkidar Narendra Modi (@narendramodi) March 27, 2019
advertisement
এ দিন ঠিক সকাল ১১.২৩-এ প্রধানমন্ত্রী ট্যুইট করেন, ‘‘১১.৪৫ থেকে ১২টার মধ্যে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখব।’’এই ঘোষণার পরেই জল্পনা শুরু হয় ৷ যতোটা সময় এগোতে থাকে, ততই বাড়তে শুরু করে জল্পনা ৷ কী নিয়ে বক্তব্য রাখবেন মোদি, তা নিয়ে বাড়তে থাকে উদ্বেগের মাত্রা ৷
advertisement
কী বিষয়ে বক্তব্য রাখবেন মোদি? জল্পনা চলতে থাকে সোশ্যাল মিডিয়াতেও। কেউ ভাবতে শুরু করেন, আরও একটা সার্জিক্যাল স্ট্রাইক, আবার কারও মতে দাউদ ইব্রাহিমকে হয়তো ধরেছে ভারত। এমনকী অল্প কিছুক্ষণের জন্য টুইটারে ট্রেন্ড হয়ে যায় 'দাউদ'। অবশেষে ১২.২৫-এ নিজের বক্তব্য রাখেন মোদী। জানান 'মিশন শক্তি'র কথা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 27, 2019 7:47 PM IST