মোদি বড় ঘোষণা করবে শুনেই সারা ভারত গুগলে সার্চ করল ‘নোটবন্দি’ আর ‘সার্জিক্যাল স্ট্রাইক!

Last Updated:
#নয়াদিল্লি: চরম উৎকণ্ঠার মধ্যে ছিল গোটা দেশ ৷ সৌজন্য আজ সকালের দিকে করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ট্যুইট ৷ যাতে লেখা ছিল, ‘‘সারা দেশের উদ্দেশে আর কিছুক্ষণের মধ্যেই খুব বড় একটা ঘোষণা করতে চলেছি ৷’’
কী ঘোষণা করতে চলেছেন প্রধানমন্ত্রী সেই আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে উঠেছিল গোটা দেশ ৷ আর তার প্রমাণ মিলেছে গুগল সার্চে ৷
দেখা গিয়েছে মোদীর টুইটের পর থেকে যে সময়টা তাঁর ভাষণের জন্য অপেক্ষা করেছিলেন দেশবাসী, সেই সময় ভারতে গুগলে সবচেয়ে বেশি সার্চ 'ডিমনিটাইজেশন' এবং 'সার্জিক্যাল স্ট্রাইক' সংক্রান্ত। এই দুটি বিষয়েই প্রধানমন্ত্রী নতুন কিছু জানাতে পারেন বলে আশঙ্কা করেছিলেন অধিকাংশ ভারতীয়। তাই এই দুটি বিষয়ে নতুন কোনও খবর আছে কিনা, তা জানতে গুগল সার্চ করেন অনেকেই।
advertisement
advertisement
advertisement
এ দিন ঠিক সকাল ১১.২৩-এ প্রধানমন্ত্রী ট্যুইট করেন, ‘‘১১.৪৫ থেকে ১২টার মধ্যে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখব।’’এই ঘোষণার পরেই জল্পনা শুরু হয় ৷ যতোটা সময় এগোতে থাকে, ততই বাড়তে শুরু করে জল্পনা ৷ কী নিয়ে বক্তব্য রাখবেন মোদি, তা নিয়ে বাড়তে থাকে উদ্বেগের মাত্রা ৷
North-Bound-1-750x500
advertisement
কী বিষয়ে বক্তব্য রাখবেন মোদি? জল্পনা চলতে থাকে সোশ্যাল মিডিয়াতেও। কেউ ভাবতে শুরু করেন, আরও একটা সার্জিক্যাল স্ট্রাইক, আবার কারও মতে দাউদ ইব্রাহিমকে হয়তো ধরেছে ভারত। এমনকী অল্প কিছুক্ষণের জন্য টুইটারে ট্রেন্ড হয়ে যায় 'দাউদ'। অবশেষে ১২.২৫-এ নিজের বক্তব্য রাখেন মোদী। জানান 'মিশন শক্তি'র কথা।
North-Bound-750x500
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মোদি বড় ঘোষণা করবে শুনেই সারা ভারত গুগলে সার্চ করল ‘নোটবন্দি’ আর ‘সার্জিক্যাল স্ট্রাইক!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement