গন্ডগোলের নয়,আলোচনার জায়গা সংসদ: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

Last Updated:

সংসদের অধিবেশন সুষ্ঠুভাবে চালাতে একসুরে বিরোধীদের বার্তা দিলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সংসদের দুই কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির মন্তব্য, সংসদ আলোচনার জায়গা, গন্ডগোলের জায়গা নয়। একই সুরে প্রধানমন্ত্রীরও আর্জি বিরোধীদের।

#নয়াদিল্লি: সংসদের অধিবেশন সুষ্ঠুভাবে চালাতে একসুরে বিরোধীদের বার্তা দিলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সংসদের দুই কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির মন্তব্য, সংসদ আলোচনার জায়গা, গন্ডগোলের জায়গা নয়। একই সুরে প্রধানমন্ত্রীরও আর্জি বিরোধীদের।
সংসদের বাজেট অধিবেশন শুরু হল মঙ্গলবার। প্রথামাফিক সেন্ট্রাল হলে লোকসভা ও রাজ্যসভা সদস্যদের যৌথ অধিবেশনে ভাষণ দিলেন রাষ্ট্রপতি। নানা ইস্যুতে বিরোধীদের প্রতিবাদ-বিক্ষোভের জেরে আগের দুটি অধিবেশন কার্যত পণ্ড হয়ে যায়। কোনও বিলই পাশ করানো যায়নি । তাই বিরোধীদের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বার্তা, সংসদ গন্ডগোলের জায়গা নয় ৷  অধিবেশনের আগে সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই আর্জিই রাখেন বিরোধীদের কাছে। এদিনও ফের রাষ্ট্রপতির সঙ্গে সুর মিলিয়েছেন তিনি।
advertisement
বিভিন্ন ইস্যুতে আলোচনার দাবি কেন্দ্র মেনে নিলেও বিরোধীরা খড়্গহস্ত মোদি সরকারের বিরুদ্ধে। রোহিত ভেমুলা, জেএনইউ ও জাঠ ইস্যুতে জাতীয় রাজনীতি এখন যতটা সরগরম, তাতে অধিবেশন নির্বিঘ্ন হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন পর্যবেক্ষকরা ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
গন্ডগোলের নয়,আলোচনার জায়গা সংসদ: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
Next Article
advertisement
Taliban Threatens America Pakistan: বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
  • মার্কিন যুক্তরাষ্ট্র যদি ফের বাগরাম বিমান ঘাঁটি দখলের চেষ্টা করে, তাহলে নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়ে দিল আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালিবানদের শীর্ষ নেতৃত্ব৷ শুধু আমেরিকা নয়, প্রতিবেশী পাকিস্তানকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে তালিবানরা৷

VIEW MORE
advertisement
advertisement