গন্ডগোলের নয়,আলোচনার জায়গা সংসদ: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

Last Updated:

সংসদের অধিবেশন সুষ্ঠুভাবে চালাতে একসুরে বিরোধীদের বার্তা দিলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সংসদের দুই কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির মন্তব্য, সংসদ আলোচনার জায়গা, গন্ডগোলের জায়গা নয়। একই সুরে প্রধানমন্ত্রীরও আর্জি বিরোধীদের।

#নয়াদিল্লি: সংসদের অধিবেশন সুষ্ঠুভাবে চালাতে একসুরে বিরোধীদের বার্তা দিলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সংসদের দুই কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির মন্তব্য, সংসদ আলোচনার জায়গা, গন্ডগোলের জায়গা নয়। একই সুরে প্রধানমন্ত্রীরও আর্জি বিরোধীদের।
সংসদের বাজেট অধিবেশন শুরু হল মঙ্গলবার। প্রথামাফিক সেন্ট্রাল হলে লোকসভা ও রাজ্যসভা সদস্যদের যৌথ অধিবেশনে ভাষণ দিলেন রাষ্ট্রপতি। নানা ইস্যুতে বিরোধীদের প্রতিবাদ-বিক্ষোভের জেরে আগের দুটি অধিবেশন কার্যত পণ্ড হয়ে যায়। কোনও বিলই পাশ করানো যায়নি । তাই বিরোধীদের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বার্তা, সংসদ গন্ডগোলের জায়গা নয় ৷  অধিবেশনের আগে সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই আর্জিই রাখেন বিরোধীদের কাছে। এদিনও ফের রাষ্ট্রপতির সঙ্গে সুর মিলিয়েছেন তিনি।
advertisement
বিভিন্ন ইস্যুতে আলোচনার দাবি কেন্দ্র মেনে নিলেও বিরোধীরা খড়্গহস্ত মোদি সরকারের বিরুদ্ধে। রোহিত ভেমুলা, জেএনইউ ও জাঠ ইস্যুতে জাতীয় রাজনীতি এখন যতটা সরগরম, তাতে অধিবেশন নির্বিঘ্ন হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন পর্যবেক্ষকরা ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গন্ডগোলের নয়,আলোচনার জায়গা সংসদ: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement