'আমি চাই বাজেটে দিল্লিকে অনেক টাকা বরাদ্দ করুক কেন্দ্র,' 'কৌশলী' কেজরি

Last Updated:

স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, বাজেটে বেশি অর্থ দিল্লির জন্য বরাদ্দ করে ভোটে ফায়দা তুলতে পারে বিজেপি সরকার৷ কেজরিওয়াল সেই বিরোধিতার পথেই হাঁটলেন না৷ বরং খুব সুচারু ভাবে কেন্দ্রের ঘাড়ে বন্দুক রেখেই বাজেটকে হাতিয়ার করলেন আপ সুপ্রিমো৷

#নয়াদিল্লি: দিল্লিতে ভোটের আবহে দুর্দান্ত চাল দিলেন আপ সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ দিল্লিতে ভোট ৮ ফেব্রয়ারি৷ ১ ফেব্রুয়ারি কেন্দ্রের বাজেট৷ স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, বাজেটে বেশি অর্থ দিল্লির জন্য বরাদ্দ করে ভোটে ফায়দা তুলতে পারে বিজেপি সরকার৷ কেজরিওয়াল সেই বিরোধিতার পথেই হাঁটলেন না৷ বরং খুব সুচারু ভাবে কেন্দ্রের ঘাড়ে বন্দুক রেখেই বাজেটকে হাতিয়ার করলেন  আপ সুপ্রিমো৷
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বাজেটে দিল্লির জন্য আরও বেশি অর্থ বরাদ্দের পক্ষেই সওয়াল করলেন কেজরিওয়াল৷ তাঁর বক্তব্য, 'আগামী বাজেটে দিল্লির জন্য আরও বেশি করে টাকা বরাদ্দ করুক কেন্দ্র৷ তাঁর কথায়, 'আমরা দিল্লির দূষণ নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ চাইছি৷ একই সঙ্গে পঞ্জাব ও হরিয়ানার জন্যও দূষণ নিয়ন্ত্রণে পর্যাপ্ত অর্থ চাইছি৷'
তাঁর কথায়, 'আমি কেন্দ্রকে চিঠি লিখব, আবেদন জানাবো, বাজেটে দিল্লির জন্য যত বেশি পরিমাণ অর্থ বরাদ্দ করা হোক৷ নির্বাচনের সঙ্গে কেন্দ্রের বাজেট ঘোষণাকে আমরা এক করে দেখবো না৷ কারণ, এতে দিল্লিবাসীরই ভালো হবে৷'
advertisement
advertisement
১৫ জন আপ বিধায়ককে এ বারে টিকিট দেয়নি আপ৷ তা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে৷ বুধবার কংগ্রেসের তরফে দাবি করা হয়, ওই ১৫ জন বিধায়ক কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছে টিকিটের আশায়৷ এ বিষয়ে অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য, 'সব দলই চেষ্টা করছে দল ভাঙানোর৷ কিন্তু আপ একটি পরিবারের মতো৷ ওই ১৫ জন বিধায়ক আমাদেরই পরিবারেরই সদস্য৷ আমার আশা, এই পরিবারে কোনও দিনও ভাঙন ধরবে না৷'
বাংলা খবর/ খবর/দেশ/
'আমি চাই বাজেটে দিল্লিকে অনেক টাকা বরাদ্দ করুক কেন্দ্র,' 'কৌশলী' কেজরি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement