মহিলাকে চাকার নীচে নিয়ে ১২ কিলোমিটার ছুটল গাড়ি, দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা
- Published by:Satabdi Adhikary
Last Updated:
অঞ্জলির মামা বলেন, "সকাল ১১টা নাগাদ আমার দিদির (অঞ্জলির মা) কাছে ফোন আসে অঞ্জলি মারা গিয়েছে। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য সঞ্জয় গান্ধি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।"
#নয়াদিল্লি: নতুন বছরের প্রথম দিনের সকালে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল দিল্লি। গাড়ির সঙ্গে স্কুটির সংঘর্ষের পরে স্কুটি চালক মহিলাকে গাড়ির নীচে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ট্যুইট করেছেন দিল্লির উপ রাজ্যপালও।
দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা ট্যুইট করেন, "কাঞ্জওয়ালা-সুলতানপুরীতে আজ সকালে যে অপরাধ ঘটেছে, তাতে মানুষ হিসাবে আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। এমনি পৈশাচিক অমানবিক ঘটনা দেখে আমি স্তম্ভিত। পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে। অপরাধীদের পাকরাও করা গিয়েছে। সমস্ত কিছুই খতিয়ে দেখা হচ্ছে।"
আরও পড়ুন - যাত্রী নিয়ে আজ দৌড় শুরু জোকা-তারাতলা মেট্রোর
advertisement
advertisement
কিন্তু এখানেই শেষ নয়। নিহত বছর কুড়ির তরুণী অঞ্জলির পরিবারের দাবি, তাঁদের মেয়ের উপরে যৌন হেনস্থা করা হয়েছিল। অঞ্জলির মা জানান, "ওর গায়ের সমস্ত জামাকাপড় ছেঁড়া ছিল। এটা কী করে হতে পারে? যখন ওকে উদ্ধার করা হয়, ওর গায়ে একটা জামাকাপড়ও ছিল না। আমি এর পূর্ণাঙ্গ তদন্ত চাই। দোষীদের শাস্তি চাই।"
advertisement
অঞ্জলির মামা বলেন, "সকাল ১১টা নাগাদ আমার দিদির (অঞ্জলির মা) কাছে ফোন আসে অঞ্জলি মারা গিয়েছে। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য সঞ্জয় গান্ধি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।"
তিনি জানান, পুলিশ অঞ্জলির মা-কে ঘটনাস্থল দেখায়নি। তবে ঘাতক গাড়ি ও অঞ্জলির স্কুলি থানাতেই ছিল। গাড়ির সব জায়গায় রক্ত লেগেছিল বলে দাবি করেছেন অঞ্জলির মামা। তাঁর দাবি, "ওঁরা (গাড়িতে থাকা ব্যক্তিরা) অঞ্জলির সঙ্গে খারাপ কিছু করতে চেয়েছিল। আমরা বিচার চাই।"
advertisement
অঞ্জলি দিল্লির আমন বিহারের বাসিন্দা। তাঁর বাবা বছর কয়েক আগে মারা গিয়েছেন। মা রয়েছে। আর রয়েছে ৪ বোন আর ২ ভাই। অঞ্জলিই বড় ছিল ভাইবোনেদের মধ্যে। নিউ ইয়ারের রাতে স্কুটিতে করে বাড়ি ফিরছিল সে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নতুন বছরের প্রথম দিন, ভোর ৩টে ২৪ মিনিটে তাঁদের কন্ট্রোল রুমে খবর যায়, একটা গাড়িকে এক দেহ টেনে নিয়ে যেতে দেখা গিয়েছে। ৪টে ১১ মিনিটে কাঞ্জওয়ালা-সুলতানপুরীর রাস্তা থেকে তরুণীর দেহ উদ্ধার হয়। গাড়ির চালকেরা প্রত্যেকেই নেশাগ্রস্ত ছিল বলে জানা গিয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 02, 2023 9:46 AM IST