Delhi Crime|| ১৪ বার গর্ভপাতে বাধ্য, তাতেও বিয়েতে রাজি নন প্রেমিক! প্রেমিকার পরিণতি চোখে জল এনে দেবে

Last Updated:

Delhi Crime: একবার বা দু'বার নয়। পর পর ১৪ বার গর্ভপাত করতে বাধ্য করেছিলেন লিভ-ইন পার্টনার। চরম কষ্টে নিজেকেই শেষ করে দিলেন ৩৩ বছরের তরুণী

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
#নয়াদিল্লি: একবার বা দু'বার নয়। পর পর ১৪ বার গর্ভপাত করতে বাধ্য করেছিলেন লিভ-ইন পার্টনার। চরম কষ্টে নিজেকেই শেষ করে দিলেন ৩৩ বছরের তরুণী। ৫ জুলাই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব দিল্লির জুপিটার এলাকায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ তরুণীর ফ্ল্যাট থেকে সুইসাইড নোট উদ্ধার করে। সেখানেই বারে বারে গর্ভপাতের বিষয়টির উল্লেখ রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুইসাইড নোটে ওই তরুণী লিখেছেন, বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার দু'জনে একসঙ্গে থাকতেন। সেই সময়েই একাধিকবার গর্ভবতী হয়ে পড়েন তিনি। কিন্তু পরবর্তীতে প্রেমিক তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন। সেই সময়ে কোনও উপায় না পেয়ে আত্মহত্যা করছেন তিনি।
আরও পড়ুন: ২ ঘণ্টার পথ ৬ ঘণ্টা! পাহাড়ে 'যানজট' ভোগান্তি মেটাতে বিশেষ পরিকল্পনা অনীত থাপার! যা হতে চলেছে...
সুইসাইড নোটের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযুক্ত ব্যক্তি সফটওয়্যার ফার্মে কর্মরত। তরুণীর দেহ ময়না তদন্তের পরে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৫ জুলাই ফোনে খবর পেয়ে পুলিশ জুপিটার এলাকায় পৌঁছয়। সেখানে একটি ফ্ল্যাট থেকে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Crime|| ১৪ বার গর্ভপাতে বাধ্য, তাতেও বিয়েতে রাজি নন প্রেমিক! প্রেমিকার পরিণতি চোখে জল এনে দেবে
Next Article
advertisement
Khaleda Jia Health Update: অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংকটজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ হয়েছে. পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ অনেকে সুস্থতা কামনা করেছেন. বিএনপি দেশজুড়ে প্রার্থনার আয়োজন করেছে.

VIEW MORE
advertisement
advertisement