Crime News: বিয়ের পথে বাধা! প্রেমিকের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর খাটের বক্সে লুকিয়ে রাখল তরুণী
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Crime News:ধৃত পূজা কুমারী পুলিশি জেরায় জানিয়েছে ১১ বছরের দিব্যাংশের জন্য তার প্রেমিক জিতেন্দ্র নিজের স্ত্রীকে ডিভোর্স দিচ্ছিলেন না। ফলে এই পরিস্থিতিতে দিব্যাংশকে তার প্রেমের পথে বাধা হিসেবে মনে হয়েছিল পূজার।
নয়াদিল্লি : রোমহর্ষক হত্যাকাণ্ড রাজধানীতে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে শিশুহত্যার দায়ে বুধবার গ্রেফতার করা হয়েছে ২৪ বছর বয়সি এক তরুণীকে। তদন্তসূত্রে জানা গিয়েছে নিহত ১১ বছরের বালক অভিযুক্ত তরুণীর প্রেমিকের সন্তান। অভিযোগ, নাবালককে খুন করার পর তার নিথর দেহ ডিভানের বক্সে লুকিয়ে রাখে তরুণী।
রনহোলার বাসিন্দা ধৃত পূজা কুমারী পুলিশি জেরায় জানিয়েছে ১১ বছরের দিব্যাংশের জন্য তার প্রেমিক জিতেন্দ্র নিজের স্ত্রীকে ডিভোর্স দিচ্ছিলেন না। ফলে এই পরিস্থিতিতে দিব্যাংশকে তার প্রেমের পথে বাধা হিসেবে মনে হয়েছিল পূজার।
বৃহস্পতিবার রাতে বিএলকে হাসপাতাল সূত্রে পুলিশ খবর পায়, একজন বালকের দেহ আনা হয়েছে। যার গলায় শ্বাসরোধের চিহ্ন আছে। তদন্ত শুরু করে পুলিশ সিসিটিভি ফুটেজে ওই ছেলেটির বাড়িতে শেষ বার পূজাকেই প্রবেশ করতে দেখে। পুলিশের অনুমান, ঘুমন্ত অবস্থায় দিব্যাংশকে শ্বাসরোধ করে খুনের পর তার দেহ ডিভানের বক্সে লুকিয়ে রাখে পূজা।
advertisement
advertisement
শোনা গিয়েছে ২০১৯-এর অক্টোবরে মন্দিরে গিয়ে বিয়ে করে জিতেন্দ্র ও পূজা। কিন্তু প্রথম বিয়ের ডিভোর্স হয়নি বলে পূজাকে বিয়ে করতে পারেননি জিতেন্দ্র। একটি বাড়ি ভাড়া করে লিভ ইন করতেন তাঁরা। পূজাকে আশ্বাস দিয়েছিলেন জিতেন্দ্র যে ডিভোর্স হয়ে গেলেই তিনি বিয়ে করবেন।
প্রতিবেশীরা জানিয়েছেন ভাড়াবাড়িতে মাঝে মাঝেই তীব্র বাদানুবাদ হত দু’জনের। ঝগড়ার জেরে গত ডিসেম্বরে প্রেমিকা পূজাকে ছেড়ে স্ত্রীর কাছে চলে গিয়েছিলেন জিতেন্দ্র। এর পরই ভয়ঙ্কর হিংস্র হয়ে ওঠে পূজা। সে নিশ্চিত ছিল, ছেলের জন্যই তাকে ছেড়ে স্ত্রীর কাছে চলে গিয়েছেন প্রেমিক। তার পরই সে প্রেমিকের সন্তানকে হত্যার পরিকল্পনা করে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 16, 2023 9:25 AM IST






