Delhi Violence| দিল্লি হিংসায় IB অফিসার খুনে অভিযুক্ত তাহির হুসেনের আত্মসমর্পণ

Last Updated:

উত্তর পূর্ব দিল্লি জাফরাবাদে নালার পাশে জঞ্জালের স্তূপ থেকে উদ্ধার করা হয় আইবি কর্মী অঙ্কিত শর্মার দেহ৷ অঙ্কিতের শর্মার বাবা অভিযোগ করেন, আপের নেতা তাহির হুসেনের সমর্থকরাই তাঁর ছেলে অঙ্কিতকে হত্যা করেছে৷

#নয়াদিল্লি: দিল্লি হিংসার সময় আইবি অফিসার অঙ্কিত শর্মাকে খুনের অভিযোগে অভিযুক্ত বহিষ্কৃত আপ নেতা তাহির হুসেন আন্তসমর্পণ করছে দিল্লির আদালতে৷ ওই বহিষ্কৃত আপ নেতার বিরুদ্ধে অভিযোগ, দিল্লি হিংসা মদত দেওয়া পাশাপাশি আইবি অফিসার অঙ্কিত শর্মাকে খুন করে৷
তাহির আপ-এর কাউন্সিলর ছিল৷ তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করে পুলিশ৷ এরপরই আপ নেতাকে দল থেকে বহিষ্কার করেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল৷ জানান, অভিযোগের তদন্ত চলাকালীন বহিষ্কৃতই থাকবে তাহির৷
উত্তর পূর্ব দিল্লি জাফরাবাদে নালার পাশে জঞ্জালের স্তূপ থেকে উদ্ধার করা হয় আইবি কর্মী অঙ্কিত শর্মার দেহ৷ অঙ্কিতের শর্মার বাবা অভিযোগ করেন, আপের নেতা তাহির হুসেনের সমর্থকরাই তাঁর ছেলে অঙ্কিতকে হত্যা করেছে৷ শুধু তাই নয়, প্রথমে বেধড়ক মারা হয়েছে তাঁর ছেলেকে৷ তারপর তাঁর ছেলের মৃত্যু নিশ্চিত করতে একাধিকবার গুলিও করা হয়েছে৷
advertisement
advertisement
দিল্লি হিংসার একটি ভাইরাল হওয়া ভিডিও-য় দেখা যায়, তাহিরের বাড়ির ছাদ থেকে পেট্রল বোমা, ইট ছোড়া হচ্ছে৷ ওই ভিডিও সংবাদমাধ্যমে দেন স্থানীয় মানুষরা৷ সেটিতে একজনকে লাঠি হাতে দেখা যাচ্ছে৷ তবে সেটি তাহির হুসেন কি না, সেটাও স্পষ্ট বোঝা যাচ্ছে না৷ ভিডিও-টির সত্যতা যাচাই করেনি News18 Bangla৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Violence| দিল্লি হিংসায় IB অফিসার খুনে অভিযুক্ত তাহির হুসেনের আত্মসমর্পণ
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement