Delhi Violence: অগ্নিগর্ভ পরিস্থিতি, দিল্লির অশান্ত এলাকায় শ্যুট অ্যাট সাইটের নির্দেশ
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
মৌজপুর, জাফরাবাদ, চাঁদবাগ ও করাবল নগরে ১৪৪ ধারা জারি করল পুলিশ প্রশাসন ৷
#নয়াদিল্লি: অগ্নিগর্ভ রাজধানী ৷ প্রায় যুদ্ধক্ষেত্রে পরিণত উত্তর-পূর্ব দিল্লি ৷ উত্তপ্ত এলাকা গুলিতে পরিস্থিতি আয়ত্তে আনতে শ্যুট অ্যাট সাইট-এর নির্দেশ ৷ দিল্লির ৭ জায়গায় এলাকায় কার্ফু জারি ৷ মৌজপুর, জাফরাবাদ, চাঁদবাগ, করাবল নগর, গাজিয়াবাদ ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করল পুলিশ প্রশাসন ৷
রাজধানীতে আবারও অশান্তির আগুন। যত সময় গড়াচ্ছে আরও অবনতি হচ্ছে পরিস্থিতির ৷ উত্তর-পূর্ব দিল্লির বিভিন্ন এলাকা রণক্ষেত্রে পরিণত। মৃতের সংখ্যা চার থেকে বেড়ে ১১। অশান্তি কমার বদলে ক্রমাগত বেড়েই চলেছে ৷ নর্থ-ইস্ট দিল্লির করাবল নগর, মৌজপুর, চাঁদবাগ ও বাবরপুরে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা ৷
হিংসায় জখম কম করে ১৫০ জন ৷ এখনও পর্যন্ত ৫৬ জন আধাসেনা আহত হয়েছে বলে খবর ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন ৩৫ কোম্পানি আধাসেনা মোতােয়েন৷ মার্কিন প্রেসিডেন্টের সফরের মাঝেই দিল্লিতে হিংসার আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে পুলিশ। শান্তি ফেরাতে সেনা নামানোর আর্জি জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের। সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন MIM-এর নেতা আসাদুদ্দিন ওয়াইসিও। যদিও সেনা নামানোর সম্ভাবনা উড়িয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।
advertisement
advertisement
Police have put barricades and sealed all the roads that lead to Ghaziabad from north east Delhi. Ajay Kumar Pandey, DM says,"keeping in mind the violence in Delhi we have sealed the borders. There is peace in our district. We have closed all the wine shops in the nearby areas." pic.twitter.com/Gd31NiJ2rr
— ANI UP (@ANINewsUP) February 25, 2020
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 25, 2020 9:24 PM IST