ঝড় ও বৃষ্টিতেও রেহাই নেই, পারদ ছাড়াল ৪০ডিগ্রি
Last Updated:
বারবার ধুলো ঝড় আছড়ে পড়ছে দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চলে ৷ তবে এর ফলে দিল্লির তাপমাত্রায় যে খুব একটা হেরফের হবে না, সেটা জানিয়ে দিল মৌসম ভবন ৷
#নয়াদিল্লি: বারবার ধুলো ঝড় আছড়ে পড়ছে দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চলে ৷ তবে এর ফলে দিল্লির তাপমাত্রায় যে খুব একটা হেরফের হবে না, সেটা জানিয়ে দিল মৌসম ভবন ৷ প্রতিবারের মত এবারও দিল্লির তাপমাত্রা ঘোরাফেরা করবে ৪৪ডিগ্রির কাছাকাছি ৷
গত শনিবারই ছাপান্ন কিলোমিটার প্রতিঘণ্টায় ঝোড়ো হাওয়ার সাক্ষী ছিল দিল্লিবাসী ৷ দিল্লি, গুরুগ্রাম, ফরিদাবাদ, নয়েডার ওপর দিয়ে বয়ে গিয়েছিল ধুলো ঝড় ৷ সঙ্গে হয়েছিল হাল্কা বৃষ্টিও ৷ অন্যান্য এলাকার থেকে দক্ষিণ, পূর্ব ও মধ্য দিল্লিতে এই ঝড়ের প্রভাব ছিল বেশি ৷ অন্যদিনের তুলনায় যদিও শনিবারের ঝড়ের তীব্রতা ছিল অনেকটাই কম ৷ তবে শনিবারও দিল্লি ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ পারদ চড়েছে ৪১.৪ এ যা স্বাভাবিকের থেকে ১ডিগ্রি বেশি ৷ আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি যা স্বাভাবিক ৷
advertisement
advertisement
মাঝেমাঝেই ঝড় ও বৃষ্টির ফলে এবারে তাপমাত্রা কিছুটা কম হওয়ার আশা করেছিলেন দিল্লির মানুষ ৷ এই বছর প্রচন্ড গরমের প্রকোপ থেকে বেঁচে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন তারা ৷ তবে সে আশায় জল ঢেলে দিল আবহাওয়া দফতর ৷ প্রতিবারের মতো গরমে নাজেহাল হওয়ার মতো আশঙ্কার বাণীই শুনিয়ে দিলেন আবহাওয়াবিদরা ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 20, 2018 4:59 PM IST