ঝড় ও বৃষ্টিতেও রেহাই নেই, পারদ ছাড়াল ৪০ডিগ্রি

Last Updated:

বারবার ধুলো ঝড় আছড়ে পড়ছে দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চলে ৷ তবে এর ফলে দিল্লির তাপমাত্রায় যে খুব একটা হেরফের হবে না, সেটা জানিয়ে দিল মৌসম ভবন ৷

#নয়াদিল্লি: বারবার ধুলো ঝড় আছড়ে পড়ছে দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চলে ৷ তবে এর ফলে দিল্লির তাপমাত্রায় যে খুব একটা হেরফের হবে না, সেটা জানিয়ে দিল মৌসম ভবন ৷ প্রতিবারের মত এবারও দিল্লির তাপমাত্রা ঘোরাফেরা করবে ৪৪ডিগ্রির কাছাকাছি ৷
গত শনিবারই ছাপান্ন কিলোমিটার প্রতিঘণ্টায় ঝোড়ো হাওয়ার সাক্ষী ছিল দিল্লিবাসী ৷ দিল্লি, গুরুগ্রাম, ফরিদাবাদ, নয়েডার ওপর দিয়ে বয়ে গিয়েছিল ধুলো ঝড় ৷ সঙ্গে হয়েছিল হাল্কা বৃষ্টিও ৷ অন্যান্য এলাকার থেকে দক্ষিণ, পূর্ব ও মধ্য দিল্লিতে এই ঝড়ের প্রভাব ছিল বেশি ৷ অন্যদিনের তুলনায় যদিও শনিবারের ঝড়ের তীব্রতা ছিল অনেকটাই কম ৷ তবে শনিবারও দিল্লি ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ পারদ চড়েছে ৪১.৪ এ যা স্বাভাবিকের থেকে ১ডিগ্রি বেশি ৷ আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি যা স্বাভাবিক ৷
advertisement
advertisement
মাঝেমাঝেই ঝড় ও বৃষ্টির ফলে এবারে তাপমাত্রা কিছুটা কম হওয়ার আশা করেছিলেন দিল্লির মানুষ ৷ এই বছর প্রচন্ড গরমের প্রকোপ থেকে বেঁচে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন তারা ৷ তবে সে আশায় জল ঢেলে দিল আবহাওয়া দফতর ৷ প্রতিবারের মতো গরমে নাজেহাল হওয়ার মতো আশঙ্কার বাণীই শুনিয়ে দিলেন আবহাওয়াবিদরা ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ঝড় ও বৃষ্টিতেও রেহাই নেই, পারদ ছাড়াল ৪০ডিগ্রি
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement