#নয়াদিল্লি: পাঁচজন মিলে প্ল্যান করেছিল এলাকার দোকান লুঠ করবে ৷ আর প্ল্যান মাফিকই মধ্যরাতে দোকানের সামনে হানা ! কিন্তু হঠাৎ একী কাণ্ড ! সিসিটিভির সামনে পড়তেই টিমের এক জন হঠাৎই শুরু করলেন, উদ্দাম নাচ ! তারপর হঠাৎই নাচ থামিয়ে শুরু করলেন দোকানে চুরি ৷
#WATCH CCTV footage of a thief dancing before he and two other people attempt to break into a shop, in Delhi (10.07.18) pic.twitter.com/zWhyaqqKDP
— ANI (@ANI) July 11, 2018
ঘটনাটি ঘটেছে দিল্লিতে ৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, শার্ট খুলে, গলায় রুমাল জড়িয়ে সরু গলি দিয়ে হেঁটে আসছিলেন দই যুবক ৷ পিছনে আরও তিনজন ৷ তবে হঠাৎই এই পাঁচজনের মধ্যে একজন শুরু করলেন নাচ !
ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে শেয়ার হয়ে চলেছে ৷ এমনকী, ভিডিওটি দেখেছে স্থানীয় থানার পুলিশও ! এরা কারা, তার খোঁজ চলছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।