'৩০ হাজার ডলার না দিলে...' ভয়াবহ হুমকি! ছুটি দিয়ে দেওয়া হল দিল্লির সব স্কুল
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Delhi School Bomb Threat: দিল্লির পশ্চিম বিহার এবং আর কে পুরম এলাকায় দু'টি স্কুলে হুমকি ই-মেল এসেছে। ছুটি ঘোষণা করে ফেরত পাঠানো হচ্ছে ছাত্র-ছাত্রীদের। তল্লাশি শুরু করেছে দিল্লি পুলিশ।
নয়া দিল্লি: দিল্লির স্কুলে ফের বোমাতঙ্ক। দিল্লির পশ্চিম বিহার এবং আর কে পুরম এলাকায় দু’টি স্কুলে হুমকি ই-মেল এসেছে। দুই স্কুলেই পৌঁছে গিয়েছে দিল্লী পুলিশ এবং বোম স্কোয়াড। স্কুলে ছুটি ঘোষণা করে ফেরত পাঠানো হচ্ছে ছাত্র-ছাত্রীদের। তল্লাশি শুরু করেছে দিল্লি পুলিশ।
ইমেলে হুমকিতে লেখা ছিল, “I planted multiple bombs inside (school) buildings. The bombs are small and hidden very well. It will not cause much damage to the building, but many people will be injured when the bombs detonate. If I do not receive $30,000 I will detonate the bombs,” যার বাংলা করলে দাঁড়ায়, “বোমা পুঁতে রেখেছি স্কুলের ভিতর। ছোট্ট ছোট্ট বোমা, খুব ভাল করে লুকোনো রয়েছে। বিল্ডিংয়ের বেশি ক্ষতি হবে না, কিন্তু বোমা যদি ফাটে বহু মানুষ আহত হবে। যদি ৩০ হাজার ডলার না পাই, আমি সব বোমা ফাতিয়ে দেব!”
advertisement
আরও পড়ুন- সহবাসের আগে খেয়াল রাখুন ‘এইগুলো’, নয়তো মৃত্যু! রাজ্যে ১২০ জন এই মারণরোগে ভুগছেন
সোমবার ভোরে দিল্লির অন্তত চল্লিশটি স্কুল ইমেলের মাধ্যমে বোমার হুমকি পেয়েছে। এর মধ্যে রয়েছে আরকে পুরমের দিল্লি পাবলিক স্কুল, পচিম বিহারের জিডি গোয়েঙ্কা, ময়ুর বিহারে মাদার মেরির স্কুল, চাণক্যপুরির ব্রিটিশ স্কুল, ময়ুর বিহারের সালওয়ান পাবলিক স্কুল, মান্ডি হাউসের মডার্ন স্কুল, কেমব্রিজ স্কুল, বসন্ত কুঞ্জের দিল্লি পাবলিক স্কুল।
advertisement
advertisement
আরও পড়ুন- প্লেনের টয়লেটে একসঙ্গে ঢুকে ‘কুকীর্তি’! সিটেই আলাপ, এয়ারহোস্টেস ফাঁস করলেন ফ্লাইট-রহস্য!
দিল্লি পুলিশের একটি দল এবং বোম্ব ডিসপোজাল স্কোয়াড (বিডিএস) এর আগে দমকল বিভাগের আধিকারিকদের সঙ্গে আরকে পুরমের ডিপিএস এবং পশ্চিম বিহারের জিডি গোয়েঙ্কায় পৌঁছে তল্লাশি চালিয়েছে। অন্যান্য স্কুলেও তল্লাশি চালানো হচ্ছে। এই ঝুঁকির আবহে আপাতত ছুটিই থাকছে স্কুল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 09, 2024 10:20 AM IST