Delhi republic day parade: ‘কর্তব্য পথ’-এ প্রজাতন্ত্র দিবস পালন, রাজপথের নাম বদলের পর প্রথম বার কুচকাওয়াজ
- Published by:Teesta Barman
Last Updated:
Delhi republic day parade: সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায় দিল্লির প্রশাসনিক অঞ্চলের যে রূপ বদল শুরু হয়েছে, পাল্টে হওয়া ‘কর্তব্য পথ’ সেই পরিবর্তনের অংশ।
দিল্লি: ভারতের প্রজাতন্ত্র দিবস উদ্যাপিত হচ্ছে ‘কর্তব্য পথ’-এ। কয়েক দিন আগেই ঐতিহাসিক রাজপথের নাম পাল্টে ‘কর্তব্য পথ’ দেওয়া হয়েছিল। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায় দিল্লির প্রশাসনিক অঞ্চলের যে রূপ বদল শুরু হয়েছে, পাল্টে হওয়া ‘কর্তব্য পথ’ সেই পরিবর্তনের অংশ। সেখানেই প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উড়ল বৃহস্পতিবার সকালে।
রাজধানী দিল্লির রাষ্ট্রপতি ভবন এবং ইন্ডিয়া গেটের মধ্যে দুই কিলোমিটারের রাস্তা। গত বছরের সেপ্টেম্বরে নাম বদলের পর ‘কর্তব্য পথ’-এ প্রথমবার পালিত হল প্রজাতন্ত্র দিবস। সেই পথেই শুরু হয়েছে দিল্লির কুচকাওয়াজ।
advertisement
আরও পড়ুন: বাগদেবীর আরাধনা হবে না স্কুলে! কারণ, এই একমাত্র পড়ুয়া
দেশের ৭৪-তম প্রজাতন্ত্র দিবসে এই প্রথম বার রাষ্ট্রপতি হিসেবে অংশ নিলেন দ্রৌপদী মুর্মু। দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি। ওড়িশার সিল্কের শাড়ি পরেছেন তিনি। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রঙিন পাগড়ি পরে উপস্থিত হয়েছেন।
advertisement
দেশকে আত্মনির্ভর করে তোলার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার প্রজাতন্ত্র দিবসে তাই দেশি অস্ত্রেই শক্তি প্রদর্শন করছে ভারত। থাকবে না কোনও বিদেশি অস্ত্র।
বিপুল নিরাপত্তা রয়েছে আজ সকাল থেকে। ৬ হাজার নিরাপত্তারক্ষী, ২৪টি হেল্প ডেস্কের বন্দোবস্ত করা হয়েছে উপস্থিত ব্যক্তিদের সুরক্ষার জন্য।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 26, 2023 11:45 AM IST