Delhi Records Cleanest Air: ৬ বছরে এই প্রথম! এত পরিষ্কার বাতাস...রেকর্ড গড়ল রাজধানী! জেনে নিন সূচক

Last Updated:

দিল্লি এবং সংলগ্ন অঞ্চলে এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশন X-এ লিখেছে, "২০১৮ সাল থেকে ২০২৪ সালের মধ্যে ১ জানুয়ারি থেকে 8 অগাস্টের মধ্যে এত বিশুদ্ধ বাতাস এর আগে দেখা যায়নি। সূচক ৫৩, যা সন্তোষজনক।" কী ভাবে মাপা হয় দূষণের মাত্রা? রয়েছে তার নির্ধারিত সূচক। 

৬ বছরে এই প্রথম বার বিশুদ্ধ বাতাস মিলল দিল্লিতে।
৬ বছরে এই প্রথম বার বিশুদ্ধ বাতাস মিলল দিল্লিতে।
নয়া দিল্লি : ৬ বছরে এই প্রথম বার এত বিশুদ্ধ বাতাস মিলল দিল্লিতে। দূষিত আবহাওয়া এবং অকাল কুয়াশার কারণেই ঘন ঘন শিরোনামে আসে দিল্লি। সেখানে এত পরিষ্কার বাতাস বইতে রেকর্ড গড়ে ফেলল রাজধানী। কেন্দ্রের এয়ার কোয়ালিটি প্যানেল বা CAQM অনুসারে, ২০১৮ সাল থেকে ২০২৪ সালের মধ্যে ১ জানুয়ারি থেকে 8 অগাস্টের মধ্যে এত বিশুদ্ধ বাতাস এর আগে বয়নি। এই বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) সম্প্রতি প্রকাশিত হল।
CAQM অনুসারে, বৃহস্পতিবার দিল্লি সবচেয়ে পরিষ্কার বাতাসে শ্বাস নিয়েছে। AQI-এর হিসেবে যে সূচক ৫৩। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ অনুসারে, বিকেল ৮টেয় এই রিডিং এসেছে। বাতাসে দূষণের পরিমাণ কম আসায় এই পাল্লা যথেষ্ট ‘স্বস্তিদায়ক’, মনে করছে এয়ার কোয়ালিটি ইনডেক্স।
দিল্লি এবং সংলগ্ন অঞ্চলে এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশন X-এ লিখেছে, “২০১৮ সাল থেকে ২০২৪ সালের মধ্যে ১ জানুয়ারি থেকে 8 অগাস্টের মধ্যে এত বিশুদ্ধ বাতাস এর আগে দেখা যায়নি। সূচক ৫৩, যা সন্তোষজনক।” কী ভাবে মাপা হয় দূষণের মাত্রা? রয়েছে তার নির্ধারিত সূচক।
advertisement
advertisement
সূচক ০ থেকে ৫০-এর মধ্যে হলে AQI ‘ভাল’, ৫১ এবং ১০০ ‘সন্তুষ্টিজনক’, ১০১ এবং ২০০ ‘মধ্যম’, ২০১ এবং ৩০০ ‘খারাপ’, ৩০১ এবং ৪০০ ‘খুব খারাপ’ এবং ৪০১ এবং ৫০০ ‘গুরুতর’ হিসাবে বিবেচিত হয়।
বৃহস্পতিবার দিল্লির কিছু অংশে হালকা বৃষ্টি হয়েছে। ভারতের আবহাওয়া দফতরের বয়ান অনুসারে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪. ১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫. ৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি কম। গত কয়েক সপ্তাহের টানা বৃষ্টিতে এখনও বিধ্বস্ত হয়ে আছে শহরের বেশ কিছু এলাকা। স্থানে স্থানে জল জমে আছে। গাছ পড়ে রাস্তাঘাট আটকে। দিল্লির পুরনিগম এখনও অবধি ১৮টি অভিযোগ পেয়েছে যেগুলি জলযন্ত্রণার কারণে। আর ১৬টি অভিযোগ এসেছে গাছ উপড়ে রাস্তায় যানজট বাড়ার জন্য।
advertisement
অতি বৃষ্টির পরই যদিও বর্তমানে পরিশুদ্ধ বাতাস বইছে রাজধানীর বুকে।
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Records Cleanest Air: ৬ বছরে এই প্রথম! এত পরিষ্কার বাতাস...রেকর্ড গড়ল রাজধানী! জেনে নিন সূচক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement